আজকে নাকি শেখ হাসিনার বিচার হবে। লাভ কি? শুধু শুধু টাকা খরচ। কমিশন নাকি ৮৩ কোটি টাকা আপ্যায়ন খরচ করেছে।
যাই হোক বিএনপির নামে হাজারো মামলা হয়েছিল সবগুলোই নাকি ভুয়া। এক দল ক্ষমতায় থাকতে সব ঠিক। আবার সেই দল ক্ষমতা থেকে গেলে সব বেঠিক।
বিএনপি, জামায়াতের সবাই নিরপরাধ প্রমানিত হয়ে বেকসুর খালাস পেল। সব কি ভুয়া। না। সব ভুয়া না। সবই ঠিক। কিন্তু বিচার ব্যাবস্থা স্বাধীন না হয়ে এই অবস্থা।
শেখ হাসিনার মামলাটাও তাই হবে।
কোন লাভ নাই। চোরে চোরে মাসতুতো ভাই।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


