তুমি ততটাই, যতটা দেখেছিল আমার দু-চোখ,
ধিরে কাছে-আসা, আমারই ভালবাসা,
দিয়েছে তোমায় সঙ্গির স্বাদ।
পথে-প্রান্তরে, ঘরে-দুয়ারে, রাত্রির গভিরে,
দিয়েছি তোমার সকল অনুভুতির বৈধতা।
তুমি সুন্দর, তুমি স্নিগ্ধ, তুমি হরিনী,
তুমি চঞ্চল, তুমি অবলা, তুমি কামিনী।
হঠাৎ খুলেছ কোমল আস্তরণ, পরেছ বর্ম,
তেজদীপ্ত দেবী তুমি কল্পনায় ক্লিওপেট্রা,
রাত-দিন কাল্পনিক যুদ্ধে মশগুল,
বেমালুম ভুলেছ, কার জিকির তোমায় করেছে দেবী।
ক্নান্ত এ দু-চোখ তখন আলোর মিছিলে,
নিঃসঙ্গ দেবী তুমি,
শুনশান শুন্যতার রাজ্যে নিজের জিকির নিজেই কর।
----------------------------------------
জুলকার নাঈন
এডিলেইড
১৮/০৪/২০২৫ ইং
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


