রাজার ছেলে রাজা হবে চাষীর ছেলে হবে চাষা
ভাগ করে খায় দেশটা কারা?
স্বাধীন নাকি দেশর মানুষ হারামজাদা একটু দাঁড়া
চাকরি ক্ষেত্রে করতে আছো এত দিশেহারা।
মুক্তিযুদ্ধার কোটা আছে থাকুক কোটা যুদ্ধ করছে পূর্বসূরি
সেটা তাদের যুক্তিক দাবি,
বাকি গুলো রক্ত চোষে অধিকার খায় যুক্তি দিয়ে
জনের উপর দিচ্ছে লুটের খাবি।
কেমন করে দেশটা খাচ্ছে অমুক তমুক
চেয়ে চেয়ে ভুক্তভোগী হয়ে কেবল দেখা,
এদের মাঝে ডিভাইজ পার্টি জালিয়াতি
ফেলছে পায়ের রেখা।
স্বাধীনতার চেতনা আজ ঘুণে ধরা
লোকের উপর বৈষম্য এক,
বিশ্বের কোথায় এমন কি হয়?
চোষার আছে নানা যুক্তি দ্যাখ তাকিয়ে দেখ।
আরিফ ভাইয়ে ঝোপে বসে
খাইতো নেশা মিশে,
বাপের সুত্রে বাপকা বেটা
ঠেকায় কেবা কিসে।
পড়াশোনা কি দাম আছে
কোটা ধারীর দেশে,
ওরা হলো রক্ত চোষা
আছে চুপে মেশে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


