মন্ত্রী সাহেব এইযে /নিজের সন্তান/ বিদেশ পড়ান,
কোথায় যাচ্ছেন স্যার, /আরে একটু দাঁড়ান।
দেশের শিক্ষা ব্যবস্থা/ এতোটা খারাপ-নাকি?
দেশের পড়ার প্রতি/ কেনো যে আস্থা হারান?
এমপি সাহেব এইযে /কেনোই সন্তান/ বিদেশ পড়ান
দেশের শিক্ষা ব্যবস্থা/এতোই-খারাপ নাকি?
আপনি দেশের নেতা- অর্থ সম্পদ অনেক
অর্থযে আমার নাই/ তাই দেশে পড়ে থাকি।
দেশের টাকায় গিয়ে/ এখন বিদেশে/ সন্তান পড়ান
দেশে আইসা সন্তান যে/ বাংলা বলতে পারেনা
বাবার ভোট চাইতে/ ধোঁকা ধোঁকা খেয়ে বসে
আমার বাবা এমপি/ হলে আমি পড়তাম।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


