কে এলো এই ভাঙা বেড়ার ফাঁকে;
কে জানে তার কি ছিলো সেই মনে,
চলে যাওয়ার পরে কি আর থাকে
হোঁচট খাচ্ছি স্মৃতির আলিঙ্গনে।
মাঝখানে খুব হা করা এক নদী
দাঁড়িয়ে আছে এপার ওপার ফারাক,
ভাঙলে কেনো বুকের যায়গা জমি
চাইনি আমি এভাবে আর -যাক।
থমকে গিয়ে হঠাৎ করে দেখি
মিছে নদীর ভরাডুবির পাড়ি!
মিথ্যা হলাম স্রোত জলের মেকি
ভেঙেচুরে রাস্তা গেলে ছাড়ি।
হয়তো গেছে আমার মস্ত ভুলে
সরে গেছো কি বুঝে সেই তুমি,
মিথ্যে যে নয় ছলাকলার মূলে
অযোগ্য তার কেবল আমার আমি..
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


