রোদের দেহে চুলকানি শেষ শীতের কাছে নাস্তানাবুদ
খুব জ্বালাতন দুমরে মুচড়ে ফ্যানের বাতাস কাবু করে,
এখন শালায় ভিজে বিড়াল সকাল হলেও পালিয়ে থাকে
তারই বড় আত্নীয় এক আগুন শালায় জ্বালাই ধরে।
মাঝেমধ্যে ভেটকানি দেয় সূর্য শালা বহুত খারাপ
উদাম নিত্যে ঝলকে উঠে বেহুদায় এক চৈত্র মাসে,
শীতের কালে ছেছড়ামিটা না করলেও পারতো একটু
মিছিল মিটিং করেও এখন যায়না আনা দিনের পাশে।
অকর্মা এই শৈত্য শীতের কি বলব আর খামখেয়ালি
আজাইরা রাত পিনপিনিয়ে দেহের উপর গাঁথে কাঁটা,
ঝাড়ু দিয়ে মারলে না যায় পোশাক দিয়ে দিচ্ছি বেড়া
অসভ্য এই শীতের কারবার গরিব দুঃখীর চোখের কাঁটা।
-লেখা মোঃমুসা
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫