হায়রে বিবেক এর পাড় ভেঙে গেছে,
মারহাবা দিলো কোথা? আক্কেল সেলামি,
চড়ক গাছের মত হু হু করে উঠেে
আহ্লাদের আটখানা হয় টানা টানি।
চিনে জোঁক ধরা মনে কী গাছপাথার,
কলুর বদল নাকি চিনির বলদ?
কুয়ের ব্যাঙ এখন মহা কোন বীর
কিস্তিমাত করে আছে জনতা নির্বোধ।
কূপমণ্ডপ লেখক কাগজে কলমে
অনধিকার চর্চায় করেছে জাহির,
কানকাটা পাঠকের অনেক আমোদ
ওজন বুঝে চলা কী?মনের বাহির।
কথার ভেতরে ঘটে আত্ন পরিচয়,
ভদ্র হয়ে থাকে যদি একটু বিগড়ে,
অন্তর টিপুনী নাকি তার অদিখ্যেতা
জগদ্দল পাথরের পরিচয় নিংড়ে।
আমার হৃদয়ে একি বসন্ত বাতাস
কচু পোড়া গন্ধ পাই