একটি স্বাধীন, নিরপেক্ষ ও গোপন গোয়েন্দা সংস্থা প্রয়োজন, যা দেশের প্রতিটি অপরাধ ও দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করবে। এই সংস্থা কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা সরকারের দ্বারা প্রভাবিত হবে না এবং কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকবে না। এরা একেবারে গ্রামের পাড়া থেকে শুরু করে রাজধানীর কেন্দ্র পর্যন্ত নজরদারি চালাবে, যেন অন্যায় জন্ম নেয়ার আগেই ধ্বংস হয়ে যায়।
এই সংস্থা সময়ের সাথে নতুন প্রযুক্তি ও কৌশল গ্রহণ করবে, যাতে প্রচলিত পুলিশ বাহিনীর অতিরিক্ত বোঝা কমে যায়। অপরাধীরা কখন, কোথায়, কীভাবে কাজ করছে, তা জানার আগেই এই সংস্থা তাদের থামিয়ে দেবে। যেন যে বনে বাঘ থাকে, সে বনে কেউ গাছ কাটতে সাহস না করে—তেমনি এই সংস্থার ভয়ে দুর্নীতি, অপরাধ, চাঁদাবাজি, ঘুষ, খুন, ডাকাতি, মাদক ব্যবসা থেকে শুরু করে এ টু জেড সব ধরনের অন্যায় সমাজ থেকে মুছে যাবে।
সময়ের পরিবর্তনের সাথে সাথে দেশে প্রচলিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর এই গোপন গোয়েন্দা সংস্থার প্রয়োজন, যারা নীরবে কাজ করবে, কিন্তু তাদের উপস্থিতিতেই অপরাধীরা ভয় পাবে। দেশকে সত্যিকারের ন্যায়ের পথে এগিয়ে নিতে, এমন একটি সংস্থা অপরিহার্য। আমি বহু বছর ধরে দাবি করে আসছি । কাজ হয়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



