
সময় এসেছে গড়তে বাংলাদেশ
জেগেছে শাপলা বাংলার বিলে,
তরুণের গানে প্রতীক মিছিলে।
জনতার আশা, জাগরণে দেশ —
সময় এসেছে গড়তে বাংলাদেশ।
চাষা, জেলে, বুকে মেহনতি ভাই,
ভাঙে অবিচার, এগিয়েছে তাই।
ধনী-গরিবের বিভেদের শেষ —
সময় এসেছে গড়তে বাংলাদেশ।
শাপলা প্রতীকে, জুলাইর ডাকে,
বৈষম্যহীন স্বপ্নের ফাঁকে।
একাত্তরের ত্যাগ নেভা ক্ষণে,
জাগিয়ে তুলতে অধিকার মনে।
মুছে যাবে ব্যথা, শোষণ, ক্লেশ —
সময় এসেছে গড়তে বাংলাদেশ।
- গীতিকবিতা
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৫ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



