আজকের পোস্টে ইমাম মেহেদীর আগমন সংক্রান্ত মহাজাগতিক আলামতসমুহের মধ্যে একটি আলামত বর্ণনা করব ইনশাআল্লাহ্। সম্মানিত পাঠকদের জন্য আগের পোস্টগুলোর লিংক নিচে দেওয়া হলঃ
আগের পর্বসমূহ
মহাজাগতিক আলামত।
রমজান মাসে চন্দ্র এবং সূর্য গ্রহন হওয়া।
ধূমকেতুর উদ্ভব।
পূর্ব দিগন্তে আলোক ঝলকানি।
দুই লেজ বিশিষ্ট ধূমকেতুর আগমন।
সূর্যে আলামতের প্রকাশ।
মহাকাশে হাতের আকৃতির উদ্ভব।
ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ সূর্যে আলামতের প্রকাশ
"তিনি (ইমাম মেহেদী) ততক্ষণ আবির্ভূত হবেন না যতক্ষণ না পর্যন্ত সূর্য থেকে আলামতের প্রকাশ ঘটে।"
(ইবনে হাযার আল হাইতামী, আল- কাওয়াল আল মুখতাসার ফি আলামাত আল মেহদী আল মুন্তাধার, পৃঃ ৪৯)
"সূর্য যতক্ষণ না আলামত হিসাবে উদিত হবে, তিনি আবির্ভূত হবেন না" (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আল জামানা, পৃঃ৩৩)
এই শেষ জামানাতে প্রযুক্তির উন্নতির কারণে আমারা সূর্যে ঘটে যাওয়া বিস্ফোরণ সমূহ সম্পরকে জানতে পারছি। এখানে উল্লেখ্য আগের শতাব্দীগুলোতেও সূর্যে বিস্ফোরণ হয়েছে কিন্তু সে সম্পর্কে কিছু জানা যায়নি, যা কিছু সব এই সময়েই জানা সম্ভব হচ্ছে এখান থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে, যেহেতু এই আলামতগুলো এই সময়ের মানুষেরই জানা দরকার সে কারণে মানুষ এখন জানতে পারছে মহান আল্লাহ্র ইচ্ছায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন
১৯৯৯ সালের ১১ অগাস্ট ঘটে যাওয়া পূর্ণ সূর্য গ্রহন সূর্য থেকে প্রকাশিত অন্যতম আলামত। কারণ এই সূর্য গ্রহন সারা পৃথিবীর ৩৫ কোটিরও বেশি মানুষ একসাথে পর্যবেক্ষণ করে, এত মানুষের একসাথে পর্যবেক্ষণ ইতিহাসে সেবারই প্রথম।
বিস্তারিত জানতে ক্লিক করুন
“আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে।”
সুরাঃ আনকাবুত আয়াতঃ ৪৪
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



