ছাদবাগানে সন্ধ্যা
ছাদবাগানে সন্ধ্যা
আহমেদ মেহেদী নিজাম
বহু দেরী আছে সন্ধ্যা নামিতে
এখনও রয়েছে বেলা,
দুপুরের রোদ বদলেছে রঙ
আকাশে ছায়ারই খেলা।
ইট-জর্জর শহুরে বাগানে
নয়নতারার ফুল,
কাঁপিতেছে আজি মন্দ হাওয়াতে
উচ্ছল উৎফুল।
ফুটিয়াছে আজি নীলমণিলতা
স্তম্ভ আঁকড়ি ধরি,
বাগানবিলাস নামিয়া গিয়াছে
ভবনের... বাকিটুকু পড়ুন

