ফাঁসিপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী বিখ্যাত হয়ে আছেন তাঁর অসাধারণ কিছু উক্তির জন্য - এসব উক্তির বেশির ভাগই সংসদে দেয়া যা ব্যাপক হাস্যরসের যোগান দিলেও চিন্তার খোরাক যোগায়। এমনি এক নির্বাচিত উক্তি ছিলঃ "আগে আছিল সোনা মিয়া, এখন হইছে লাল মিয়া। মিয়া মিয়ার জায়গায়ই আছে, সোনাডা খালি লাল হইয়া গেছে।"
সম্প্রতি আতি পাতি নেতাদের কর্মকান্ডে এই সোনা কাহিনীর কথা মনে পড়ে গেল। নিচের ছবিটি দেখুন। কি বুঝলেন?

খুরশীদ আলম, মোবাইল নম্বর, আর ঠিকানা - সবকিছুই জায়গামত আছে। একতাও একতার জায়গায় টিকে আছে - শহীদ জিয়া কেবল বঙ্গবন্ধু হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




