আমার মা বান্দরবন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ কেরেছেন, সাথে আমার স্ত্রী আর তিন বছরের কন্যাও আছে। কাজেই আমাকে তো এবার গইড হতেই হবে। কিন্তু..., কেমনে কি?
অভিগ্ঘ ট্রাভেলার ভাই ও বোনেরা, বান্দরবন ভ্রমনের ব্যপারে তথ্য দিয়ে একটু সহায্য করবেন প্লিজ।
- সাম্ভব্য ভ্রমন ১৬/১০/১৪ (রাতে রওয়ানা)- ১৯/১০/১৪ (ঢাকা ফেরা)
অথবা ২৩/১০/১৪ (রাতে রওয়ানা)- ২৬/১০/১৪ (ঢাকা ফেরা)
- ঢাকা- বান্দরবন= বাস কোনটা ভাল হবে?
- থাকার জন্য কিছু হোটেলের/ রিসোর্টের তথ্য দিয়েন।
- কোন কোন স্থানে সইট সিংএ যাওয়া যেতে পারে? সহজ যাতায়াত?
উল্লেখ্য, খুব বেশি খরচ করার অথবা সেই অর্থে বিলাসিতা করার সামর্থ্ আমার নাই। কিন্তু ফেমিলি ডিমান্ড বলে কথা...। তাই সুলভে একটু ভাল যাতায়াত আর থাকা খাওয়ার তথ্য ই প্রয়জোন।
আশা করি ঘুরে এসে অন্তত কিছু ছবি আপনাদের দেখাতে পারব।
অগ্রিম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


