ক্লাসে অনেক কাল জামা পড়ে এসেছিল। একটা ছোট ঘটনা বলি, প্রথম দিনের কাসের....
আমরা ক্লাসে ছেলেমেয়ে সবাই ফেরেন্ড.... সেই দিন আমি স্কুরের একটা রুমে লাইট বন্ধু করে বসে ছিলাম, মাথা ব্যাথা করছিল বলে..... তারপর হঠাৎ করে আমার ক্লাসের কয়েকটি ছেলে রুমে ঢুকে প্রেন করছিল, মেয়েদের ভয় দেখাবে.... কিন্তু আফসোস তারা বুঝলো না যে আমি রুমে আছি, কাল জামা পড়া ছিলাম বলে আরো বোঝা যাচ্ছিল না....
গাধার দল..........
হঠাৎ আমি হাত তালি দিয়ে....সবাই তো অবাক..... প্রনটা ছিল, "তারা মেয়েদের বলবে যে হামিদা আলী মেম ( প্রিনসিপাল) তোমাদের ডেকেছে..... সাথে আমাদের মা-বাবাকেও আনতে হবে, কোমপেইন এসেছে বলে।" কিন্তু বেচারা পাড়ল না........
আমার জন্য ও আমার কাল জামার জন্য কারণ কাল জামার জন্য আমাকে তারা সহজে বুঝতে পারে নেই+লাইটও বন্ধু ছিল.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


