গুলশান-১ এর সিলভার টাওয়ার এর সামনে সার্জেন্ট এর সিগন্যালের তোপে মটর চাইকেল থামাতে বাধ্য হলাম। ভয়ে আমার পায়জামা নস্ট হয় হয় অবস্থা। ভয় পাওয়ার কারন ছিল। মটর চাইকেল নিজেরনা, তার উপর আবার কাগজপত্র নাই, আমার পকেটে আছে মাত্র ২০০ টাকা, আজকালকার পুলিশ ২০০ টাকায় বুঝ মানার পাত্র না, সুতারাং পায়জামা যে নষ্ট হয়নাই এইটাই আশ্চর্য।
আমার পেছনে ছিল আফরিন,সুন্দরী রমণী দেখলে পুলিশের বীরত্বের জাহির বাড়বে এটাই স্বাভাবিক, আমার সার্জেন্টেরও maybe বাড়ার পথে ছিল, কিন্তু বাধা পড়ল আফরিনের কথায়। আমি আফরিন আর সার্জেন্ট এর কথোপকথন নিচে তুলে ধরলামঃ
আফরিনঃ আরে ইকবাল ভাই, কেমন আছেন?
সার্জেন্টঃ থতমত খেয়ে, জজী... ভাল, আপনে কেমন আছেন?? আমিতো ঠিক ... (থতমত আমিও খাইছি, এই মাইয়া সার্জেন্টরে চিনে ক্যামনে?)
আফরিনঃ আপনার বউতো এখন আর খবরি নেয়না, বিয়ের পরে সব বান্ধবিগোরে ভুলে গেছে, নাম্বার কি পাল্টাইছে?? আমি ট্রাই করছিলাম, বন্ধ পাই।
সার্জেন্টঃ ও, আপনে পারুর (বেচারা বউরে আদর কইরা পারু ডাকে সম্ভবত) ক্লাসমেট? লালমাটিয়া মহিলা কলেজ? (আমারতো অজ্ঞান হওনের দশা, এই মাইয়াত ঢাবিতে পড়ে)
আফরিনঃ আপনেও ভুলে গেলেন (কিঞ্চিৎ মুখ ফুলায়া), অবশ্য সেইযে নিউ মার্কেটে দেখা হইছিল তারপরেতো আপনাদের আর কোন খবরই নাই, বাসা কি পাল্টাইছেন নাকি এখনো আগের বাসায় আছেন?
সার্জেন্টঃ নিউ মার্কেটে দেখা হইছিল? ও ও মনে পড়ছে, না না বাসাতো পাল্টাইনাই, এখনো নিকেতনেই আছি, আপ্নারাত কেউ আসেনিনা, পারুতো প্রায় আপনাদের কথা বলে, আজকে না হয় চলেন, ভাইয়াও সাথে আছে(আমার দিকে তাকিয়ে মধুর হাসি)
আফরিনঃ আজকে না ভাই, আরেকদিন যাব, আজকে একটু তাড়া আছে। আপনে আমাকে পারুর নাম্বারটা দেন।(পার্টস থেকে মোবাইল বের হইল)
সারজেন্টঃ পারু শুনলে রাগ করবে, এত কাছে এসে চলে গেছেন, বাসায় জান নাই, ০১৭২৪******, ভাইয়া কোথায় আছেন? (আমার দিকে তাকিয়ে, হে মনে হয় আমারে আফরিনের জামাই টামাই ভাবছে, আমিতো লজ্জায় বেগুনি)
আমিঃ আমিতো আছি এই মানে...(আফ্রিনের গুতা)
আফরিনঃ ও আছে একটা চ্যানেলে...
সার্জেন্টঃ সাংবাদিক? হা হা, আপ্নারাতো আমাদের লোকই (আমিতো দোয়া কালাম পড়া শুরু করছি, কার্ড চাইলেত আমি শেষ, আফরিন বাচাইল)
আফরিনঃ আজকে তাইলে যাই হ্যাঁ, একটু তাড়া আছে...
সার্জেন্টঃ বাসায় আসবেন কিন্তু।
আফরিনঃ হাত নাড়ানাড়ি।
মহাখালি এসে থামলাম, আফরিনকে বললাম, আল্লায় বাচাইছে সার্জেন্ট তোমার বান্ধবির জামাই, নাইলে আইজকা মটর চাইকেল থানায় যাইত, btw তুমি লালমাটিয়া কলেজে কবে পড়তা??? উত্তরে সে বলল “তোরে কে কইছে হে আমার বান্ধবির হাসবেন্ড? আমিতো হের বুকে লেখা নাম দেইখা কইছি ইকবাল ভাই, তারপরেতো সব হেই কইছে, আমি খালি তাল মিলাইছি”
আমি আমতা আমতা করে বললাম “কইলাজে নিউ মার্কেটে দেখা হইছে? হে অস্বীকার করলেত ধরা খাইতাম”
আফরিনের উত্তর “পোলারা বিয়ার পরে বউরে লইয়া নিউ মার্কেট, চন্দ্রিমা, গাউচিয়া এগুলাতেই বেশি যায়, সস্তার খোঁজে, সো অস্বীকার করার প্রশ্নই আসেনা”
এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম, মেয়েদের বুদ্ধি কম এই কথা কেউ বললে তাকে ডাইরেক্ট সার্জেন্ট ইকবালের নাম্বার দিয়ে দিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



