আমি কলেজ জীবনে (এসএসসি '৯১) প্রধান রাজনৈতিক দল গুলির আদর্শ নিয়ে মোটামুটি পড়াশোনা করে এই সিদ্ধান্তে আসি যে, কেবল মাত্র বাম দল গুলি ছাড়া অন্য দল গুলির কোন আদর্শ নেই, সকলের লক্ষ্য ক্ষমতা দখল (আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে কোনোভাবেই আমি রাজনৈতিক দল হিসেবে স্বীকার করি না)। ফলে আমার রাজনৈতিক বোধ বাম দিকে হেলে পড়ে। মেনন এবং ইনু ছিল আমার স্বপ্নের হিরো। কিন্তু যত সময় গড়াতে থাকে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে তত হতাশ হতে থাকি। এক সময় বুঝতে পারি বাম দলগুলি ১ পয়সার রাজনীতি করে অন্য ৯৯ পয়সাকে ১০০ পয়সা বানাতে, তাদের নিজেদের কোন রাজনৈতিক লক্ষ্য নেই (তবে ভয়ংকর রকম লোভ এবং উচ্চাভিলাস আছে), তাদের একমাত্র লক্ষ্য কোন জোটের সঙ্গে যোগ দিলে তাদের গুরুত্ব একটু বাড়ে তা ঠিক করা এবং সে অনুযায়ী বাক্যবাণ প্রয়োগ করা। বর্তমানে বাংলাদেশের কোন বাম নেতাই বিশ্বাস বা আশা করেন না যে তারা কোনদিন ক্ষমতায় যাবে। মেনন এবং ইনু কে প্রতারক প্রেমিক মনে হয়। অন্য যেসব বাম দল আছে তারাও এখন আদর্শিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আমি এখনো বিশ্বাস করি বাম আদর্শের রাজনীতি উৎকৃষ্ট কিন্তু আমাদের বাম নেতাদের কর্মকাণ্ডে মনে হয় বাম রাজনীতি নিকৃষ্টতম রাজনীতি এমনকি প্রথাগত ক্ষমতা লোভী বা ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলদের চেয়েও বাম রাজনৈতিক দলগুলি খারাপ। স্বাধীনতা পরবর্তীতে অধিকাংশ বাম দলগুলির হঠকারিতায় বহু তরুণ বিপথগামী হয়ে আত্মাহুতি দিয়েছে, দেশের হয়েছে সর্বনাশ, স্বাধীনতা পরবর্তী প্রজন্ম বঞ্চিত হয়েছে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি হতে। আদর্শের বদলে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে অর্থ ও পেশী শক্তি, দালাল এবং চামচারা চলে এসেছে রাজনীতির সামনে সারিতে, নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকর্মীরা হয় বাধ্য হয়ে নয়তো অভিমানে নিশ্চুপ হয়ে গেছে। এসব দেখে বুঝে শুনে নিজেকে এখন রাজনৈতিক হিজড়া মনে হয়। আমি অন্তরে ধারণ করি বাম আদর্শ কিন্তু ঘৃণা করি বাম রাজনীতিবিদদের আর তথাকথিত ক্ষমতা লোভী রাজনৈতিক দলগুলো ঘৃণার অযোগ্য। বিশেষ করে গত দুই দশকের বিরাজনীতিকরণের করণের প্রচেষ্টার ফলে সচেতনভাবে তো কেউ রাজনীতিতে আসেই না আর হুজুগে যারা রাজনীতি করতো তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে। রাজনীতিতে এখন আর কোন নীতি নাই, সে বাম ডান বা মধ্যপন্থী যাই হোক না কেন। তাহলে কি আমরা আর কোন রাজনীতি করবো না! আর রাজনীতি যদি নাই করি তাহলে পরিবর্তন আসবে কিভাবে! এসব নিয়ে একসময় অনেক ভেবেছি এবং কষ্ট পেয়েছি। সবচেয়ে বড় দুঃখের কথা দুঃখ করে কোন লাভ নেই, ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ আর কপালের উপর দোষ চাপিয়ে আত্ম প্রবঞ্জনা ছাড়া মানসিক শান্তির জন্য আমি তো আর কোন উপায় দেখিনা। যে শিল্পী সাহিত্যিকদের পথ দেখানোর কথা ছিল তাদের কলমের চেয়ে জিহবার শক্তি অনেক বেশি, যাদের দায়িত্ব ছিল সত্যের পথ দেখানো তারা এখন পরিণত হয়েছে 'চাটার দলে' আর আমার মত আমজনতা পরিণত হয়েছে চিন্তা প্রতিবন্ধীতে। আসলেই কি এই দুষ্ট চক্র থেকে আমাদের মুক্তির কোন উপায় নাই?।
আমার কৈশোর তারুণ্যে যারা ছিল রাজনৈতিক স্বপ্নের হিরো তাদেরকে এখন প্রতারক প্রেমিকা মনে হয়।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



