"আমার যদি এত বেশী উচ্চাভিলাস না থাকত এবং আমি যদি জীবনে এত বেশী কাজের চেষ্টা না করতাম, তবে হয়ত আমি অনেক বেশী সুখী থাকতাম, যদিও বা তাতে আমার মূল্য কম হত।"
-- এডিসন
"প্রকৃতি কি তা আমরা জানি। ধর্মের গড কি তা আমরা জানি না। প্রকৃতি দয়ালু, অমায়িক কিংবা প্রেমময় নয়। যদি গড আমাকে সৃষ্টি করে থাকেন, যিনি দয়াবান, অমায়িক কিংবা প্রেমময়তা গুনে ভূষিত - তাহলে তিনি তো মাছও সৃষ্টি করেছেন যাকে আমি ধরে খাই। তাহলে মাছের জন্য কোথায় তার দয়া, মায়া এবং ভালবাসা রইল? "
-- এডিসন (যে কথার জন্য তাকে নাস্তিক বলে সন্দেহ করা হত)
"আমি এজন্য গর্বিত যে আমি কখনও মারনাস্ত্র তৈরী করিনি।"
-- এডিসন
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



