সন্ধ্যা- সকাল, ব্যস্ত বেলা; মগ্ন দুজন আপন ভূবন।
ক্ষণ গুলো সব ক্ষণিক চাওয়ার;
ছোট ছোট সুখের গাঁথা; তবুও ছিল অনেক পাওয়া'র।
দূর আকাশে জমছিলো সব;
আঁধার করা রুদ্র মেঘে- থামিয়ে কুহুর সব কলরব,
আচমকা এক বজ্রাঘাতে;
ছিন্ন মালার কলি ঝরে, আকঁড়ে ধরা শীর্ণ হাতে।
খুললি ঝাঁপি অভিমানের;
থমকে দেয়া নিষেধ দেয়াল, ভাঙলো জুটি শালিক প্রাণের।
ইচ্ছেরা সব কষ্টের নীল;
তোর চাওয়াতেই স্তব্ধ সময়, বন্ধ মনের দুয়ারে খিল।
বুক চাপা সেই কষ্ট পাথর;
মুক্তি আশায় চায় পালাতে, মিথ্যে মায়ার ফানুস এ ঘর।
একলা ঘরে আঁধার আপন;
তৃষ্ণা বুকে চুমিস মরণ, হারিয়ে নাহয় ভাঙুক স্বপন।
তবুও মায়ার শেকল বাঁধা;
পিছু টানের ছাঁপ মাড়িয়ে, নিজের জন্য নিজেই কাঁদা।
হারিয়ে যাবার সেই প্রহরে,
ভাবছিলি কি;
জানতি কি তুই?
ভালোবাসাই ফিরিয়ে আনে;
তাইতো তোকে আঁকড়ে থাকা, থাকুক বিধি নিষেধ প্রাণে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



