
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় শান্ত প্রকৃতির ইছামতি নদীর পাড়ে এককালের সমৃদ্ধ গ্রাম কলাকোপা। একসময় জমিদার এবং ধনী বণিকদের বসতি ছিল এই গ্রামে। কালের আবর্তে কলাকোপা হারিয়েছে তার বনেদীয়ানা, কিন্তু আনাচে-কানাচে এখনও রয়ে গেছে সেই বনেদীয়ানার ছাপ আর নানারকম লোকগাঁথা।
প্রায় দুইশো বছর আগে কলাকোপা গ্রামে হরিহর ঘোষ নামে একজন বনেদী কাঠ ব্যবসায়ী ছিলেন। ১৩৩৫ সনে তিনি-ই মহামায়ার প্রতীক হিসেবে একটা কাঠের গুঁড়ি মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা করেন।
এই লোকগাঁথার সাহিত্য এবং সাংস্কৃতিক মূল্য আছে। তবে কুসংস্কার ছড়ানো আমার উদ্দেশ্য নয়। একবিংশ শতাব্দীর একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে আমি কেবল লোকগাঁথাটি তুলে ধরলাম। কেউ বিশ্বাস না করতে পারে, আবার কেউ তীর্থ দর্শনের তৃপ্তিও পেতে পারে। প্রত্যেকেরই সেই স্বাধীনতা রয়েছে।
লিংক
একশো বছর ধরে কাঠের গুঁড়ি পূজা !
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




