আমার বাসা থেকে শাহবাগ খুব কাছে, তারপরেও ওখানে যেতে পারলাম না একটিবারের জন্যেও। খারাপ লাগছে খুব। কিন্তু আমি স্পষ্ট করেই বলতে চাই আমি আন্দোলনের একজন সমর্থক। এই আন্দোলন যেন পুরো দেশে ছড়িয়ে পরে, এই আন্দোলন থেকেই যেন সুচনা হয় নতুন প্রজন্মের। এই আন্দোলন থেকেই যেন ছড়িয়ে পরে সকল অনিয়ম, দুর্নীতি, অনিতিকতা এবং অন্যান্য সকল কিছুর বিরুদ্ধে। এই আন্দোলন যেন থেমে না যায়। এই আন্দোলনকে আরো তীব্র করতে হবে। শাহবাগের আন্দোলনের সফলতা কামনা করছি।
অফ টপিকঃ দেবীর অভিশাপ লেখা অনিবার্য কারনবশত বন্ধ করে রেখেছি আর কারণটা আমার পড়াশুনার চাপ। আমি ফাইনাল ইয়ারে আছি এক্সট্রা অনেক গুলো কোর্স করতে হচ্ছে। সারাদিনে খাবার খাওার সময়টুকুও পাই না। তবে আমি আমার কবিতা এবং গল্প নিয়ে অবশ্যই ২০১৪ সালে ব্যাক করবো।
অনেক কিছুই লেখার ছিলো কিন্তু সারাদিন পর বাসায় এসে এখন রেস্ট নেয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ভালো থাকুক প্রজন্ম স্কয়ারের সকল আন্দোলনকারী। আর হ্যা আমি সাবধান করে দিতে চাই যারা আন্দোলন করছেন আপনাদের যেন কেউ ইউজ না করতে পারে সেই দিকে সাবধান থাকবেন নয়তো এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আর আমি সময় পেলে ১৬ তারিখের আন্দোলনে আসছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



