চাইট্যা যায় যে চেনা লবন বা চিনি,
তাই নিয়ে আছে কত সরস কাহিনী।
বাতাস দেখে যায় যে চেনা ঝড়ের গতিবেগ,
মানুষ চিনবে কেমন করে দেখে তার আবেগ।
গাছ দেখে যায় যে চেনা জলডুগি বা আখঁ,
ডোড়াকাটায় যায় যে চেনা বাগদাস বা বাঘ।
আজ মেয়েরা পড়ছে পেন্ট শার্ট
পুরুষ কানে দুল,
কি হল জমানার হাল
ভেবে না পাই কূল।
ব্রাক্ষণ চিনি পৈতা দেখে
ব্রাক্ষণী কেমনে--
সবার আগে নিজেকে চিন
জগৎ দেখ আন্তর নয়নে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



