এখনো বৃষ্টি হয় ধরণী বুকে,
এখনো বান হয় ধরণীতে।
উষা হলে পাখির কিচিরমিচির,
সন্ধা হলে ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে।
বৃষ্টি হয় বৃষ্টির কারণে,
বান হয় বানের কারণে,
পাখির কলতান স্বভাবের কারণে।
তবু আমাদের আছে বুদ্ধিদীপ্ত হৃদয়
প্রতিদিনের সাধারণ ঘটনা যাতে অসাধারণ হয়ে ছুঁয়ে ছুঁয়ে যায়।
সে হৃদয়ে শীতলতা আনে বৃষ্টির শীতল হাওয়া,
রুক্ষতা এনে দেয় প্রকৃতির খরা,
পূর্ণতা এনে দেয় পাখির কলতান।
অনুভূতিরা আমার কাছে দামী,
আমার সকল অনুভবের বৃষ্টি মিলেই আমি।
ক্ষুদ্র জীবনে এর থেকে নেই বেশী কিছু পাওয়া,
এর থেকে নেই বেশী কিছু চাওয়া।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




