এ সম্পর্কে বারাক ওবামা বলেন যে, এটা আমাদের শত বছর গবেষনার ফসল।
এই আবিস্কার নিয়ে অনেক বিজ্ঞানী কাজ করেছেন এবং তারা কেউ-কেউ নিজেদের প্রানও বিসর্জন দিয়েছেন।
এই গবেষনাদলের বর্তমান প্রধান কে উদ্ভাবিত প্রযুক্তি সম্বন্ধে জিজ্ঞেসা করলে জানাজায় যে, তারা পানিকে অতি সহজেই বরফে রুপান্ত্রিত করতে পারেন। এই কাজের জন্য তারা কিছু মার্কিন বিমান ব্যবহার করেন। তিনি পানিকে বরফে পরিনত করার বিক্রিয়াটা এই ভাবে বুঝান......
Water+ fused sulfur+ TNT+ phosphorus = ice ( this is an endothermic reaction for which water becomes cooler even ice)
সেজন্য তারা প্লেন থেকে সাগরের পানিত, উপত্যকার জলাশয়ে তাদের রিয়েজেন্টস গুলো ফেলছেন। আবার কৃত্তিম তুষারপাতের জন্য বাতাসেও ওই কেমিকেলসগুলো স্প্রে করছেন বিমানের মাধ্যমে।
এভাবে এক বছর কাজ করলে নাকি মানুষের গড় আয়ু ১০ বছর বেড়ে যাবে। আর পৃথিবীর তাপমাত্রাও নাকি কমে যাবে প্রায় ৫ ডিগ্রি।
উপরের কথাগুলো যে মিথ্যা তা হয়ত অনেকেই পড়ার সময়ই বুঝেগেছেন।
পৃথিবীর ১২টা বাজিয়ে আজকাল আমেরিকার মত উন্নত দেশগুলো আমাদের গ্লোবাল ওয়ার্মিং শিখাচ্ছে............ How funny. আজ আমাদের নতুন প্রজন্ম ষড়ঋতু কি তা বুঝে না। " বাবা এখন কি কাল?" কেন শীতকাল। "তুমিনা বলেছ শীত কালে বৃষ্টি হয় না, এই যে বৃষ্টি হচ্ছে"।
ষড়ঋতু থাকলেও এখন আমরা তা বুঝি না। গরম লাগ্লে গৃষ্ম, বৃষ্টি হলে বরষা, আর শীত লাগলে শীত কাল এই যা......... আবার প্রকৃতি কখনো কখনো কোন নিয়ম মানে না।
তাদের এই পাপের বোঝা আজ আমরা ও আমাদের নতুন প্রজন্ম বয়ে চলছি। ইরাক, পাকিস্থান, আফগানিস্থান, লেবানন এর নিষ্পাপ শিশুদের যখন হাস্পাতালে কাতরে পরে থাকতে দেখি তখন অস্র ধরতে ইচ্ছে করে, নিজের অশ্রু সংযত রাখতে পারিনা। আর আমরা যারা সেই যুদ্ধবিদ্ধস্থ দেশগুলোর বাসিন্দা নই তারাও কি ছাড় পাচ্ছি? পৃথিবী আজ দুষিত, সাগরের পানিতে বিষাক্ত দ্রব্যাদি, বরফ গলে সমুদ্রের পানির উচ্ছতা বাড়াচ্ছে, কার্বন মনোক্সাইড এবং CFC গ্যাসের কারনে ওজন মন্ডল ফুটো হয়ে গেছে ফলে পৃথিবীতে ঢোকছে তেজষ্কৃয় অতিবেগু্নী রশ্মি।
হাহা............... ওরা নাকি আবার G8 সম্মেলনও করে, আর সেখানে দুর্ভিক্ষ প্রবণ দেশ গুলোর প্রতি্নিধিরা কান্না করে। সেই কান্নার শব্দ তাদের কানে পৌছলেও হৃদয়ে গিয়ে পৌছে না। জলবায়ু দূষন মুক্তকরন চুক্তিতে সাক্ষর না করে ভারত যথার্থই বলেছিল " আপনারা যেভাবে এতদিন দূষনের মাধ্যমে উন্নতি করেছেন, আমরাও করে নেই তারপর ভাবব"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




