এখন হয়তো তুমি আমার ছোট্ট মেয়েটার মতন,
সারা উঠোন-বাড়ি মাতিয়ে রাখতে।
মা-মা, বা--বাবা বলে ডাকতে।
স্বর্গীয় দুটি পা দিয়ে চারদিকে দূরয়াতে, লাফাতে।
তোমার ভাঙ্গা ভাঙ্গা কথায় হাসির ঝলক ছড়াতে।
তোমার ছোট ছোট চুলে, নানা রঙ্গের ক্লিপিতে রাজকন্যা সাজতে।
আমাদের ক্ষমা করো না ,
আমরা তোমায় দেইনি বাচঁতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


