এই সব কি হইতেসে !!??
কিসুই বুঝতাসি না!!
দীইইইর্ঘ দুই বছর এক সপ্তাহ অপেক্ষার পর...গতকাল সন্ধ্যায় দেখি আমারে জেনারেল বানায় দিসে।
আমি তো চ্রম অবাক (প্লাস মহা খুশি) !!!
খুশির চোটে কাজকর্ম ফালায় সাথে সাথে একটা পোস্ট রেডি করতে বইসা গেলাম। আরে আমি এখন কমেন্ট করতে পারুম। আমার লিখা আবার ফার্স্ট পেইজে ও আইব। বিশাল ব্যাপার। ঘন্টা দেড়েকের মাথায় পোস্টটা দিয়া ও দিলাম।
এরপর কিসুক্ষন পর পর দেখি লিখা আইসে কিনা। নাহ... আমার কুনু নিশানাই নাই।
কিন্তু...
সকালে লগ ইন কইরা...নিজের ব্লগ এ ঢুইক্কা দেখি
দীইইইর্ঘ দুই বছর এক সপ্তাহ অপেক্ষার পর...মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমি জেনারেল থিকা সেইফ হইয়া গেসি।
আমি সেইফ হইয়া গেসি
আমি সেইফ হইয়া গেসি
আমি সেইফ হইয়া গেসি
সাধারন ব্লগার থিকা আমি এখন নিরাপদ ব্লগার।
আমি তো পুরাই টাশকি খাইয়া গেলাম। গতকালকের চাইতে দ্বিগুণ আশ্চর্য হইসি।
আমার লেখা নাকি "সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে"। কি আশ্চর্য !! কি আশ্চর্য !!!!
যাই হোক... অনেক লিখা হইসে। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




