
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
-------------------------------------------------------------------------------
আপাত: দৃষ্টিতে ঘটনার বিচার না করে ঘটনার গভীরে যান - ! এ দেশে ভারত বিরোধি কোন রাজনীতি থাকবে না - ভারত বিরোধি কোন রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব থাকবে না - এই অংগিকার নামা স্বাক্ষরিত হওয়ায় ১/১১ সৃষটি করে হাসিনাকে ক্ষমতায় এনেছে ভারত ! ২০০৮ এ র ইলেকশনের আগে আওয়ামি লীগ কোন ইলেকশনেই যুদ্ধাপরাধি বিচারের অংগীকারটি আনে নি ইলেকশন ইশতাহারে ! ভারতের সুদূরপ্রসারি এজেনডা বাসতবায়নের লক্ষ্যেই যুদ্ধাপরাধি বিচারের অংগীকারটি আওয়ামি লীগ ২০০৮ এ র ইলেকশনে ইশতাহারে যুক্ত করে দেয়া হয় -! শেখ মুজিবুর রহমান কর্তৃক সাধারন ক্ষমা স্বত্ত্বেও শুধু মাত্র ভারতের এজেনডা বাসতবায়ন দুর্বল তথ্য উপাত্ত্বের উপর ভিত্তি করে হলেও ফাসী দেয়া হয় ডাইহার্ড এন্টি ইনডিয়ান রাজনীতবিদদের !এতে করে ভারত বিরােধি শক্তির মাথা কেটে দেয়া হয় ! ( পড়ুন : যুদ্ধাপরাধি বিচার কার স্বার্থে
http://www.somewhereinblog.net/blog/mohammad1219/30093951
ফল কথা যাদেরকে যুদ্ধাপরাধি অপরাধে কোন না কোন ভাবে যাদের যুক্ত করা গেছে আদালতকে ব্যবহার করে তাদেরকে ফাসী দেয়া হয়েছে ! যাদের ফাসী দেয়ার মত কোন অপরাধের সাথে যুক্ত করা যাচছে না সে সব এন্টি ইনডিয়ান শক্তিকে ভারত দমন করছে অন্যভাবে - ফরহাদ মাজহারকে অপহরন করে সীমানতের ওপারে নিয়ে যাওয়ার চেষটা , ভারত বিরোধি রাজনীতি না করার মুচলেকায় স্বাক্ষরের চেষটায় খালেদার উপর চাপ সৃষটি করার জন্যে জেলে নেয়া , মাহমুদুর রহমানের উপর হামলা এ সব কিছুই সেই লক্ষ্যেরই অংশ - মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে তা হাসিনা বা আওয়ামি লীগের ইংগীতে হচছে না -হচছে দিল্লির ইংগীতে - হাসিনা তা বাসতবায়ন করছেন মাত্র -
কেন হাসিনা দিল্লির নির্দেশ বাসতবায়ন করছেন ? এর দুটো কারন-
১ ) ভারতকে এমন অংগীকার দিয়েই হাসিনা ভারতের সাহায্যে ক্ষমতায় আসে
২) ২০১৪ সালের ইলেকশনে জামাতকে আনার উদ্দেশ্য কাদের মোল্লাকে যাবজজীবন দিয়ে হাসিনা জামাতের সাথে আতাতের চেষটা নেন ! গণজাগরন মঞ্চের মাধ্যমে ভারত সে আতাত নষ্যাৎ করে দেয় ! গণজাগরন মঞ্চের সমাবেশের সময় ভারতের রাষট্রপতি প্রণব মুখার্জী ঢাকায় এসে বাংলাদেশের মাটিতে দাড়িয়েই বললেন " ভারত গণজাগরন মঞ্চের সফলতা দেখতে চায় "! জামাতের সাথে হাসিনার ষড়যন্ত্রের গন্ধ পেয়ে ভারত নড়ে চড়ে বসে ! হাসিনা যাতে অংগীকার থেকে সড়ে না আসতে পারেন সে জন্যে ভারত হাসিনাকে বনদী করেছে তার ষড়যন্ত্রে - সে ষড়যন্ত্র হল -বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে হাসিনাকে জন বিচছিনন করে ফ্যাসিষট বানিয়ে ওয়ান ওয়ে ঢুকিয়ে কঠিন মেসেজ দিয়েছে " হয় ভারতের কথা মত চল নয় ক্ষমতা থেকে বিচছিনন হয়ে কঠিন পরিণতি বরন করে নাও " ! এ থেকে বের হওয়ার পথ হাসিনার নাই -হাসিনা ভারতের " পীপড়া বিদ্যায় বনদি " -
সবশেষে ডা: জাফরুললাহ চৌধুরীর উপরও হামলা হতে পারে ! তার উপর মামলা মামলা চালাতে ইতসতত : করা হচছে কয়েকটি কারনে! তিনি একজন মুকতিযোদধা , তিনি একজন সৎ নির্লোভ ব্যক্তি , তার কোন কালিমা নেই , তিনি বিনা পয়সায় রােগীদের সেবা দেন - এমন লোকের উপর হামলা মামলা চালোালে সাধারন মানুষের সেনটিমেনটে নেগেটিভ রিয়্যাকশন হতে পারে সেটাও চিন্তা করছে দিল্লির অক্ষ শক্তি - তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে তিনিও রেহাই পাবেন না
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



