
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
------------------------------------------------------------------------------
কোন গুজবই মানুষ বিশ্বাস করে না যদি গুজবকে বিশ্বাস করার মত ক্ষেত্র সমাজে তৈরি না হয় ! আর গুজবকে বিশ্বাস করার ক্ষেত্রটি যে গুজব ছড়ায় সে সৃষ্টি করে না যার বিরুদ্ধে গুজব ছড়ান হয় সেই সৃষ্টি করে !
প্রধানমন্ত্রী বলেই চলছেন : তার ছেলে জয়কে আমেরিকায় অপহরন করে হত্যার চেষটা করা হয়েছিল ! সেটা গুজব নয় ? আমেরিকায় কাউকে এ রকমের হত্যা চেষটা বিচারের ঊর্ধ্বে চলে যাবে কেউ বিশ্বাস করে ? আমেরিকায় ঐ মামলার রায় হয়েছে ! মামলার বিচারপতি কি বলেছে জয়কে হত্যার চেষটা হয়েছে ? প্রধানমন্ত্রী যতই গুজব ছড়ান না কেন এ গুজব সমাজে প্রতিষঠা পাবে না ! মানুষ জানে আমেরিকার মত জায়গায় হত্যা চেষটার শাসতি কি ? আসামি সে ধরনের শাসতি পাইনি বিচারপতিও রায়ে সেটি উললেখ করেন নি !
প্রধানমন্ত্রী বলেন : বংগবনধু হত্যায় জিয়া জড়িত ছিল ! বংগবনধু হত্যা কানডের বিচার জয়েছে ! বিচারের রায়ে এমনকি অবজার্ভেশনেও কোথাও কি বিচারপতি বলেছেন এ হত্যাকানডে জিয়া জড়িত ছিলেন ! না বলে থাকলে প্রধানমন্ত্রীর উচিত গুজব না ছড়িয়ে ঐ রায় বাতিল চেয়ে জিয়াকে অভিযুকত করতে রীট দায়ের করা !
প্রধানমন্ত্রীর ছেলে জয় ফেস বুকে বলেছেন , " সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সম্প্রতি নিউইয়র্ক এসে সেখানে গোপনে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেমের ভাই মামুনের সঙ্গে দেখা করেন। আমরা জানতে পেরেছি মামুনের কাছ থেকে তিনি বড় অঙ্কের টাকা পেয়েছেন। টাকাটা তাঁকে দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। তাদের এ আলাপ দেখেছে ও শুনেছে এমন সাক্ষীও আছেন।"
সাক্ষী যখন আছে বাংলাদেশের আদালতে মামলা ঠুকে দেন ! এফ বি আই হায়ার করেন !আমেরিকায় কি হয়েছে তদনত করে সব তথ্য আপনাদের দিবে ! সিনহা বাবুর বিরুদধে যে অভিযোগ এনে তাকে বিদায় করল সরকার সে গুলো গুজব না সত্য ! সত্য হলে মামলা হ্ত । মামলা হচছে না ! তাহলে সে অভিযোগ গুলো আওয়ামি লীগের গুজব ছিল !
আওয়ামি লীগের শাসনামলে আমাদের বিশ্বাস করতে হবে আওয়ামি লীগ থেকে যা বলা হয় তা সত্য ! আর আওয়ামি লীগের বিরুদধে যা বলা হয় তা গুজব !
: ফেস বুকে গুজব ছড়ান হল আওয়ামি লীগ অফিসে ছাত্র খুন হয়েছে ছাত্রী ধর্ষিতা হয়েছে ! এটা গুজব । ঐ গুজব একজনের কাছ থেকে শুনে অভিনেত্রী নওশাবা বিশ্বাস করল কেন ? ছাত্র আন্দোলকারিরা বিশ্বাস করল কেন ? যদি সিপিবি অফিসের ব্যাপারে এ গুজব ছড়ান হত কেউ কি বিশ্বাস করত ?
পুনরায় বলতে হয় :
কোন গুজবই সমাজে প্রতিষঠা পায়না যদি না গুজবকে বিশ্বাস করার ক্ষেত্র সমাজে তৈরি হয়ে থাকে ! আর ঐ ক্ষেত্রটি যে গুজব ছড়ায় সে সৃষটি করে না যার বিরুদধে গুজব ছড়ান হয় সেই সৃষটি করে
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



