--------------------------------------------------------------
---------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
আমার লিখা পোস্ট করতে আমাকে ব্যানড করা হয়েছে
শুধুমাত্র আমার আগে পোষট করা লিখার কমেন্ট বক্সেই আমি মন্তব্য করতে পারি এর বাইরে - কোথাও আমি নেই
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

কক্সবাজারে মাছ চুরির অভিযোগে সাতজন জেলের মাথা ন্যাড়া করে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে ক্ষমতাশালী সাবেক এক ইউপি সদস্য, এই রিপোর্ট এসেছে। পুলিশ জানিয়েছে যে তারা অভিযোগ পায়নি বলে ওই ঘটনার ক্ষেত্রে কোন পদক্ষেপ নেয়নি।
জেলেদের তরফ থেকে অভিযোগ করতে হবে কেন? যে ঘটনা নিয়ে দেশের শীর্ষ দৈনিকে খবর ছাপা হয়, কারা ঘটিয়েছে তাদের নাম ছাপা হয়, ভিক্টিমদের পরিচয় ছাপা হয় সেখানে পুলিশ কেন ভিক্টিমদের তরফ থেকে অভিযোগের অপেক্ষায় বসে থাকবে?
একটা সমাজ কত সভ্য মানবিক সেটা নির্ণয়ের প্যারামিটার হল ঐ সমাজের দুর্বল শ্রেনী কত সুরক্ষার মধ্যে বাস করছে
বাংলাদেশের সমাজে এই দুর্বল শ্রেনীর উপর সবলরা চালাচছে বিভীৎস নারকীয়তা ! রাষট্র আইন রাজনীতি সবলকে সুরক্ষা দিচছে -দুর্বল কে নয় !
ইডেন কলেজে নিজ ছেলেদের যৌন টেনডারবাজিতে রাষট্রের অভিভাবক যখন আচলেঢেকে মুখ টিপে টিপে হাসে -এ্যাকশন নেন না কিংবা নিজ সফরসংগী নিউ ইয়র্ক হোটেলে স হ কর্মীনীর উপর ঝাপায় পড়ে তার পরও যখন তিনি অনৈতিক সেই ব্যক্তিকে তার সান্যিধ্যে রেখে দেন তার তও্বাবধানে সভ্য সমাজ গড়ে উঠে না !
সমপ্রতি কক্সবাজারে মাছ চুরির অভিযোগে সাতজন জেলের মাথা ন্যাড়া করে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে ক্ষমতাশালী সাবেক এক ইউপি সদস্য, এই রিপোর্ট এসেছে। পুলিশ জানিয়েছে যে তারা অভিযোগ পায়নি বলে ওই ঘটনার ক্ষেত্রে কোন পদক্ষেপ নেয়নি।
একাওরের স্বপন ছিল একটি মানবিক সমাজ নীতি নৈতিকতার সমাজ নিয়ে আমরা স্বাধীন দেশে বাস করব ! আমাদের সে স্বপন আজও পুরন হয় নি ! পরিবর্তে উননয়নের মোড়কে গড়ে উঠছে এক অনৈতিক সমাজ ! ভয়ংকর বিপওির দিকে ধাবিত হচছে এ সমাজ ! আদর্শবিহীন নীরক্ষরের - জ্ঞানবিহীন অসততার প্রতিযোগিতা চলছে শাসন ক্ষমতায় প্রতিযোগিতা চলছে সামাজিক ক্ষমতায় !
অসভ্যের হাতে টাকা পয়সা করায়ও্ব হলে ভয়ংকর বিপওি ঘটায় ! উননয়নের জোয়ার আর উপচে পড়া রিজার্ভে অমানবিক সমাজও ভয়ংকর বিপওি ! ভয়ংকর সেই বিপওির দিকেই ধাবিত ভুখনডের এ সমাজটি ! পুকুরের্ কোথাও তরংগ সৃষটি হলে সে তরংগ ছাড়িয়ে পড়ে পুকুরের্ সবখানে !
একটি জাতি পারিপার্শ্বকি ঘটনা থেকে শিখে রাষ্ট্রের কাছ থেকে শিখে ! ! ! আমাদের রাজনীতিবিদরা মনে করেন আমরা যাই করি মানুষ সেদিকে না তাকিয়ে সকালে উঠে মদন মহন তর্কালংকারের বই পড়ে শিখবে - " সারা দিন আমি যেন ভাল হয়ে চলি " !
শিশু বই পড়ে শিখে না বাপ মার আচরন দেখে শিখে !
!
আমাদের সমাজের চারিদিকে অনৈতিকতার অমানবিকতার ভয়বহ চিএ । উননয়নের জোয়ার দিয়ে এ বিভৎস আচরন দূর করতে পারবেন ?
ফাসি দিয়ে অপরাধ থামাবেন ? কোন গবেষনাতেই প্রমানিত হয় নি যে অপরাধের কারনে মৃত্যু দন্ড দেয়া হয় মৃত্যুদন্ড দেয়ার পরও অনুরুপ অপরাধের মাএা সমাজে কমেছে !
মূল্য বোধের নীতি বোধের সমাজে কায়েম না হলে শাসতি যতই দিন না কেন থাকেন সমাজে অপরাধ চলতেই থাক বে !
বাংলাদেশের মূল সংকট সামাজিক অবক্ষয়ের সংকট ! এক ভয়ংকর সমাজ অপেক্ষা করছে আমাদের সামনে ! বিবেক আর নৈতিক মূল্যবোধ ধীরে ধীরে অপসারিত হয়ে সমাজ হয়ে উঠছে বাস অযোগ্য ভুমিতে !! সমাজ গড়ে উঠে মানুষ দিয়ে !
!একটি মানবিক সমাজ সবার জন্যে নিরাপদ একটি অমানবিক সামাজ কারাে জন্যেই নিরাপদ নয় !
সমাজ গড়ে উঠে মানুষ দিয়ে - পদমা সেতু দিয়ে নয় ! উননয়নের আভরনে দ:াস প্রথায় ঢুকছে এ সমাজ ! !
মীরপুরে মুক্তিযোদধা মন্ত্রনালয়ের কর্মকর্তার সনতান গৃহপরিচারিকাকে ধর্ষনের পর হত্যা করে তারপর লাশ ছাদ থেকে ফেলে দিয়েছিল । পুলিশ এটাকে অপমৃত্যু বলে মামলা নিয়েছিল মালিকের চাপে ! ক্যানটেনমেনটে তনু নৃশংশ ভাবে নীহত হল - ঘটনা ফাইলবনদী হয়ে আছে
যদি একটা সামাজিক বিপলব না ঘটাতে পারেন আগামিতে মুক্তিযুদধের বিনিময়ে পাওয়া এ সমাজ দু শ্রেনীতে ভাগ হবে- মালিক আর দাস ! দাসরা মালিকের ইচছা অনিচছায় বেচে থাকবে ! ক্ষমতাধর মুর্খ মালিকের পৈশাচিকতার উললাস চলতে থাকবে দাসের উপর - ! রাষট্র আইন বিচার নিয়ন্ত্রন করবে এই মূর্খ সমাজ ও রাষট্র ক্ষমতাধররা -
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২১ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



