তিনি তালেব ভাই। ছিলেন মুক্তিযোদ্ধা। এখন জীবিকার তাগিদে প্রবাসী। কাতারে সফল বাঙালি ব্যবসায়ি। তিন মাস অন্তর ছুটে আসেন প্রিয় জন্মভূমি-চট্টগ্রামের বোয়ালখালীর মায়ের কবর জিয়ারতে। দেশে এলে প্রতিবারই ডাক পড়ে আমার। বাসায় ডেকে জুড়ে দেন দেশ বিদেশের নানা গল্প। এটা সেটা বলার এক পর্যায়ে চলে আসে তাঁর স্মৃতিতে থাকা মুক্তিযুদ্ধের রণাঙ্গরেন কথা। তালেব ভাইয়ের কাছে মুক্তিযুদ্ধের অনেক অপারেশনের কথা শুনেছি। যেগুলোতে তিনিও ছিলেন। গত ৫ জুলাইয়ের আড্ডার প্রসঙ্গ যথারীতি মুক্তিযুদ্ধ ছিলো। এবার অস্ত্র হাতে যুদ্ধের কথা নয়, বললেন কণ্ঠযোদ্ধাদের কথা। স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রের শিল্পীদের কথা, মোহাম্মদ শাহ বাঙালির কথা। তিনি সেই শিল্পী িযনি সুরে সুরে দেশজাতিকে শুনিয়েছেন বঙ্গবন্ধুর ৬ দফাসহ পাকিস্তানি হায়েনাদের নিপীড়নের বর্ণনা। যুদ্ধকালীন স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রে গেয়ে উজ্জ্বীবিত করেছেন বাঙালি জাতিকে । শাহ বাঙালির কথা আসতেই আমি বললাম কোন বাঙালি? দ্বীপাঞ্চল সন্দ্বীপের মোহাম্মদ শাহ বাঙালি। এ কথা শুনে তালেব ভাই বললেন, তুমি কি তাঁকে চিনো। বলেছি, আমি চিনি এবং তাঁর বর্তমান অবস্থাও জানি। জানতে চাইলেন, তিনি কী বেঁচে আছেন? বললাম বেঁচে আছেন, তবে বাঁচার মতো নয়, অতিকষ্টে। এমনকি থাকার বাড়িটিও তাঁর নেই। মেঘনার গ্রাসে বাড়ি হারানোর পর এখন থাকেন সাগর পাড়ে। অন্যের জমিতে। তালেব ভাই জানতে চাইলেন তুমি শাহ বাঙালির এতো খবর রাখলে কি করে। বললাম আমি আজকের কাগজে থাকতে সন্দ্বীপে এ্যাসাইনমেন্টে গিয়ে শাহ বাঙালির সাক্ষাত পাই। সন্দ্বীপ থেকে এসে আমরা তাঁকে সাহায্যের জন্য বিত্তশালীদের আহবান জানিয়ে মানবিক রিপোর্ট করেছিলাম। এ কথা শুনে তিনি বললেন, তুমি দুই দিনের মধ্যে শাহ বাঙালিকে চট্টগ্রাম আনতে পারবে? পারবো বলতেই জানালেন, আমি তাঁর জন্য কিছু করতে চাই। কথা মতো বিভিন্ন জনের মাধ্যমে খবর দিলে আশি ছুঁই ছুঁই শাহ বাঙালি গত ৮ জুলাই চট্টগ্রাম আসেন। তাঁর আসার কথা তালেব ভাইকে জানালাম। শুনে খুশি হলেন এবং দুপুরের দিকে বাসায় নিয়ে যেতে বললেন। বাসায় গিয়ে দেখি তালেব ভাই অপেক্ষা করছেন। শাহ বাঙালিকে দেখেই জড়িয়ে ধরলেন। আপ্যায়ন ও কুশলাদি জানার পর শাহ বাঙালির হাতে তুলে দিলেন ১ লাখ টাকার একটি চেক। চেক পেয়ে যারপর নাই খুশি হলেন সেই কণ্ঠযোদ্ধা। আমাকে জড়িয়ে ধরে বললেন, কাজী সাব জীবনে এই প্রথম এক লাখ টাকা পাইলাম। আপনি আমারে এতো টাকা নিয়ে দিলেন'। এই বলে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
তালেব ভাই দেখিয়ে দিলেন মুক্তিযোদ্ধাদের জন্য এখনো আছেন মুক্তিযোদ্ধারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


