BBC নিউজের নামে পাঠানো হ্যাকারদের পাঠানো ই-মেইলের কোন সংযুক্তিতে ক্লিক করলে সেটি BBC'র একটি ভুয়া Website এ নিয়ে যায় এবং এই সুযোগে কম্পিউটারে একটি সফটওয়্যার ইনসটল হয়ে যায় এবং কম্পিউটারে থাকা ব্যবহারকারীর ব্যবসায়িক ও ব্যাংকিং তথ্য ঐ সফটওয়্যারটির মাধ্যমে হ্যাকারদের কাছে পৌঁছে যায় ।
ওয়েবসেনেসর কারিগরি পরিচালক মার্ক মারট্যাগ জানান, BBC'র মত বড়ো প্রতিষ্ঠানগুলোর নামে এর আগেও ইন্টারনেট ফাঁদ পাতা হয়েছে । হারিকেন ক্যাটিরিনা আঘাত হানার পর রেডক্রসের নামে হ্যাকাররা ই-মেইল পাঠায় অ সম্প্রতি চলতি বছরের ফুটবল বিশ্বকাপকে কন্দ্রে করেও একই ধরনের ই-মেইল পাঠানো হচ্ছে ।
এদিকে মাইক্রোসফট জানিয়েছে, এইসব ভুয়া ওয়েবসাইট বন্ধের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলেঅ একযোগে কাজ করছে ।
সাবধান থাকবেন এ ধরনের ভুয়া ই-মেইল থেকে.......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০