
স্থান: গুলিস্থান, ঢাকা।
ঢাকার মধ্যে গুলিস্থান কোন লেভেলের নোংড়া সেটার বিবরন আপনাদের দেয়া লাগবে না। সেটা আপনারা জানেন। যেখানে সেখানে প্রসাবের গন্ধ। কোথাও কোথাও গু/পায়খানার গন্ধ। ড্রেন থেকে আসছে ময়লা পানির গন্ধ। এটাই হচ্ছে গুলিস্থানের স্বাভাবিক চিত্র। যাদের বাসা দাউদকান্দি (কুমিল্লা), মেঘনা (কুমিল্লা), চান্দিনা (কুমিল্লা), মোগড়াপাড়া, মদনপুর, নারায়ণগঞ্জ, ভবেরচর (মুন্সীগঞ্জ) যাতায়ত করেন তারা মূলত গুলিস্থান থেকে বাসে ওঠেন। তারাই চিনে গুলিস্থান কেমন। যাই হউক।
বাংলাদেশের মধ্যে দূষিত শহর হচ্ছে ঢাকা। ঢাকাতে কেউ শখ করে বসবাস করতে চায় না। অনেকে জীবিকার তাগিতে, কেউ বা লেখা পড়া করতে, কেউ বা ডাক্তার দেখাতে আসে। ঢাকা শহরে ধূলা উড়ে। পরিকল্পনাহীনতা, আর সমন্বয়হীনতার কারনে রাস্তায় খুড়াখুড়ি শেষ হয় না। যা জ্যাম সৃষ্টি করে। ঢাকায় গাছপালা কম। পার্ক কম। অপরিকল্পিত নগরী। ড্রেনেজ ব্যাবস্থা ভালো না। শুধু মাত্র উত্তরা, গুলসান, বনশ্রী কে একটু ভালো লাগে। তাছাড়া সম্পন্ন ঢাকা শহর ময়লার ডাস্টবিন।
ঢাকা ছাড়াও রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মমিসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী ও রংপুর হচ্ছে একট একটি হাই প্রফাইল শহর। এসব শহর ঢাকার মত দূষিত হবার আগে এসব শহর কে কিভাবে সুন্দর করে তৈরি করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করার সময় এসেছে। বিল্ডিং হবে পরিকল্পনার মাফিক, রাস্তা হবে পরিকল্পনা করে, ড্রেনের পানি নিস্কাশন, সুপেয় পানির সাপ্লাই চেন ম্যান্টেইন, গাছপালা রাখা, পার্ক রাখা, খেলার মাঠ রাখ, সব হবে পরিকল্পনার মাফিক।
এসব কাজ এখন কে করবে? সবাই তো আমলা। আমলারাই করবে। নির্দেশ দিবে কে? প্রধানমন্ত্রী নির্দেশ দিবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৪ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



