আমার ভাবীর ব্রেস্ট ক্যন্সার ধরা পরেছিল ১ বৎসর ৪ মাস আগে। পরে ল্যবএইড এ অপারেশন করে টিউমার অপসারন করা হয়। অপারেশন সাক্সেস্ফুল হয়, এবং ২ মাস আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল। কিন্তু হঠাত করে কিছুদিন ধরে ব্যথা অনুভব করে কমরের হাড়ে। পরে ঢাকাতে নিয়ে এসে জানতে পারি তার মেরুদন্ডে একটা স্পট দেখা যাচ্ছে, ডেল্টার ডাক্তার বলছে ওইটা নতুন ক্যন্সার কোষ হাড়ে ছড়ায়ে পরেছে। এখন তার রেডিও থেরাপী চলছে ডেল্টাতে।
এখন আমরা চাচ্ছি ইন্ডিয়া তে চিকিৎসা করতে ডাক্তারও তাই রেকমেন্ড করছে। আর একটু জানিয়ে রাখি তা হল আমাদের অঢেল টাকাও নেই যে ব্যায়বহুল কন হাস্পাতালে ট্রিট্মেন্ট করাব।
আমি কিছু ইনফরমেশনাল সাহায্য চাচ্ছি যেমন
কোন হাস্পাতালে এই ধরনের ট্রিট্মেন্ট ভাল হয়। (টাটা মেমরিয়াল ছাড়া)
এমন কি কেও আছেন যে ইন্ডিয়া তে চিকিৎসার জন্য গিয়েছেলেন।
প্লিস হেল্প।
ধণ্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


