সে আমার বান্ধবীকে একটা প্রেমপত্র দিয়েছিল। প্রেমপত্র পেয়ে আমার বান্ধবীর খুশী হওয়ার কথা ছিল। কিন্তু আমার বান্ধবী খুশী হওয়ার পরিবর্তে রাগ করেছিল। লেখাটা ছিল এরকম-
লুবনা প্রেমপত্রটা আমাকেও দেখালো। আমিও পড়লাম, কিন্তু এভাবে-
লুবনা,
আমি তোমাকে ভালবাসি, কিনা?
একথাটা কেউ না জানে,
কি জানি জানে না।
চিঠিটা পড়ে আমি লুবনাকে বললাম,“ সে তোকে ভালবাসে কিনা, একথাটা সে নিজে জানে না আরেকজনে জানে? এর মানে কি?”
ধাধার জবাব-
(জহির এর আরো দুজন বন্ধু ছিল। এর হলো সুমন আর আতিক। জহিরের সম্পর্কটা সুমনের সাথে যতটা ঘনিষ্ট, কিন্তু আতিকের সাথে ঠিক ততটা নয়।
তিনজনের স্বভাবের এক জায়গায় দারুণ মিল ছিল। তিনজনেরই মুদ্রাদোষ ছিল। জহির কথায় কথায় কি না শব্দটা বেশী উচ্চারণ করতো। সুমন বলতো কেউ না। আর আতিক বলতো কি জানি।)
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ সকাল ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



