সাভারে বাসচাপায় স্কুলছাত্র নিহত হওয়ার পর উত্তেজিত জনতা ও স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে। এসময় তারা ৫টি বাসে আগুন ধরিয়ে দেয় এবং
পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
সাভার : সাভারে গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম তানজিদ আহসান নিবিড়। পরে উত্তেজিত জনতা এবং স্কুলের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে ৫টি গাড়িতে আগুন ও শতাধিক গাড়ি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। দীর্ঘ ৩ ঘণ্টা অবরোধের ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
বিকাল সাড়ে ৩টার দিকে রেডিও কলোনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তানজিদ আহসান নিবিড় তার বড় ভাই ও মায়ের সঙ্গে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-০১২২) রেডিও কলোনি বাসস্ট্যান্ডে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তানজিদ হাসান নিবিড় মারা যায়। সে রেডিও কলোনি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিনের ছোট ছেলে। ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়ে তার পরিবার। এসময় তার বড় ভাই রিয়াজ (১২) ও মা পারভিন আক্তার গুরুতর আহত হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে তার সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং ক্যাপিটাল পরিবহন সুপার বাস ও মায়ের দোয়া পরিবহনসহ ৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং শতাধিক গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ২ ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিক্ষোভ দমনে আসে বিপুলসংখ্যক পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় ৮ পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। বিচ্ছিন্নভাবে চলতে থাকে গাড়ি ভাংচুর ও সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সাভার থানার ওসি মাহাবুবুর রহমান জানান, স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সহপাঠীরা উত্তেজিত হওয়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন
সূত্র: আমারেদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




