উনি যা করছেন, সেটা কি?
মারফতি কিছু?
ঢাকার নতুন পীর?
প্রচুর মানুষ দেখি খালি গুরুজী গুরজী করে সারাদিন।
গুরুজীর আদ্যপাদ্য জানতে চাই।
আমার বাসার ২-৩ জনের মাথা খারাপ করে দিসে গুরুজী। (ল্যাপটপের ওয়ালপেপারে, মোবাইলের ওয়াল পেপারে গুরুজীর ছবি। ভাব খানা এমন, নেক দৃষ্টিতে গুরুজীর দিকে তাকালে সওয়াব হবে।)
(ঘরের দরজা, দেওয়ালে পোস্টার লাগাচ্ছে, যে দিকে দেখিবে, খালি কোয়ান্টাম)
(প্রথমে একজন ৭০০০ টাকা দিয়ে কোর্স করেছে, তারপর সে আরো ১১ জনকে ভিড়িয়েছে, যারা সবাই আমার ফ্যামেলি মেম্বার কিংবা নিকট আত্মীয়। টোটাল ইনভেস্টমেন্ট ১২x৭০০০= ৮৪,০০০ টাকা)
(কথায় কথায় সকাল বিকাল মাটির ব্যাংকে টাকা দান করা। আমার বাসার ২টা মাটির ব্যাংক জমা হইসে, আমাকে ও একটা দিসে, দান করার জন্য।)
(৪ দিনের কোর্স করে গ্রাজুয়েট, তারপর কয়েকদিন সেচ্ছাশ্রম দিতে হবে। তারপর মাস্টার্সে ভর্তি হবার চান্স পাবেন। মাস্টার্স কোর্স করার সময় নাকি ৫ দিন মৌনব্রত পালন করতে হয়। কতযে ধান্ধাবাজী দেখবো? )
(একজন পিছলে পড়ে গেছে, পা এর মাসল থেতলে গেছে মনে হয় , তারপর ও কোনো পেইন কিলার খাই নাই, বলে কিনা, গুরুজীর নিষেধ, কথায় কথায় পেইন কিলার খাওয়া যাবে না,এমনি এমনি এটা ঠিক হয়ে যাবে। ১ সপ্তাহ কাটিয়ে দিলো, শেষ যখন হাটাচলা দায়, তখন বাপ বাপ করে এইস খেলো।)
(তিন চার বার বান্দরবানে গেলো, মেডিটেশন করার জন্য। আমার কাছে মনে হলো, ওমরাহ করতে গেল তারা। (তওবা, তওবা))
(গুরুজীর ওয়াইফকে আবার মা'জী বলতে হয়।)
(অনার্স ফাইনাল পরীক্ষা। মাঝে ৩ দিন বন্ধ, তার মধ্যে দেড়দিন গেল গুরুজী পিছনে দৌড়াতে। পড়ালেখার নাম গন্ধ নাই। )
(সর্বশেষ: আগামীকাল ও পরশু কি যেন প্রোগাম আছে, তাই আমার বাসার ২ জন সারাদিনের জন্য ভলান্টিয়ার হয়ে গেছে। সকাল ৭টা থেক রাত ৮টা পর্যন্ত। )
সব ঘটনা আমার নিজের ফ্যামেলি মেম্বারদের।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১১ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




