কাল- আমার এক কৃপন বন্ধু আমাকে ৩বার কল করেছে। ১ম নেদারলেন্ড যখন ড্র করল। ২য় বার যখন নেদারলেন্ড গোল দিল তখন। ৩য় বার পরাজিত হলাম।।
আর আজ আমি খেলা শেষে ফোন করলাম কিন্তু রিসির্ভ করলনা।
আর এক বন্ধু কাল ৩জন কে নিয়ে কনফারেন্স করে ওয়াজ করলো। আমি গরিব ইনসান মুখ বুজে সব সহ্য করিছি।।
আজকে যখন কনফারেন্স করতে কল করলাম, কেউ মোবাইল রিসির্ভ করে না।
কাল একজন আমার টিস্যু এনেদিয়েছিল আর আজ মাঠ ছেড়ে পালিয়ে গেছে।।
আসলে আমার দুস্তদের জন্য আমার কষ্ট হইতেছে
আমার এক বন্ধু বলেছিল, আর্জেন্টিনা ফাইনাল এ গেলে খাসি জবাই করে পার্টি দিবে।
মনে বড় আশা ছিল পার্টি টা হবে। ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ও দেখুম..পার্টি ও করুম।
কোন আশা ই পূরণ হইল না।।
তবে বন্ধুদের উদ্দেশে একটি এস এম করে দিয়েছি..
আর্জেন্টিনা আর্জেন্টিনা, কোথায় গেলি তুই..
দুই এর চেয়ে চার বড় না, চার এর থেকে দুই।।
জোড়া থেকে হালি নাকি হালি থেকে জোড়া
মাছির মত পোঁ পোঁ.. আজ থেকে দে ছাইরা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




