কে বলছে বাংলা মুভি ফালতু মুভি ।যে ছবি দেখে হাসা যায় সেই মুভির মত ভালো মুভি আছে নাকি ?
তবে বন্ধুদের নিয়ে দেখলেতো মুভি শুরুর পর থেকে একদম শেষ পর্যন্ত হাসতে হয় । একবার বন্ধুদের নিয়ে বাংলা মুভি দেখতে বসছিলাম । সাথে আরোকিছু গন্য মান্য লোক (গন্য মান্য বলছি কারন তারা বাংলা মুভি বলতেই নাওয়া খাওয়া ভুলে যায়, এক কথায় বাংলা মুভি পাগল )
এক সময় নায়ক উচ্চ কন্ঠে বলে উঠলো "কী লাভ হল এ্যাত ভাল পরীক্ষা দিয়ে ,৭টা লেটার নিয়ে এইচএসসি পাশ করে "
সাথে আমাদের বন্ধুদের মাঝে হাসির ঝড় বয়ে গেলো । আমাদের হাসি দেখে সামনে বসে থাকা গন্যমান্য একজন ব্যাক্তি আমাদের দিকে কটাক্ষ ভাবে চাহিলো এবং আমাদের উপর মহা বিরক্ত। কারণ তিনি জোকসটি ধরতে পারেননি (--- মনে হয় কখনই পারবেন না। ক্লু: এইচ এস সিতে সব মিলিয়ে ৬ সাবজেক্ট, অথচ নায়ক ৭ লেটার পায়
শালার মুভি দেখলে এখন আর গালিও মুখ দিয়ে বের হয়না । খালি হাসি বের হয়
তাই যদি আপনার শরীর ও মন সুস্থ রাখতে চান তা হলে বেশী বেশী বাংলা মুভি দেখুন ,বিশেষ করে বাংলাদেশের একমাত্র নাইকা ছাকিপ খান এবং স্বাস্থ মত্রী আপু বিশ্বাসের । এতে অনেক হাসতে পারবেন
(হাসলে শরীর ও মন দুইটাই ভালো থাকে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



