আগের পর্বের পর থেকে....
(৩১)
পোলা কারবারী মাইওলা দরবারী
গাই গরুর চাষ এই তিনে গিরস্ত সর্বনাশ।
( পোলা- অপ্রাপ্ত বয়স্ক ছেলে, মাইওলা- নারী)
অপ্রাপ্ত বয়স্ক ছেলের কাজ কার বার, মেয়ে লোকের বিচার গাভীর হাল চাষ গৃহস্তের সর্বনাশ।
(৩২)
তোলা দুধে হোলা বাঁচে না
(হোলা- সন্তান, তোলা- মাগনা)
নিজের ঘরে খাওয়া যোগাড় না করে অন্যের উপর ভরসা করে জীবন বাঁচানো যায় না।
(৩৩)
যুদা ভাত হুদা ভালা
ভাল কাপড়ের তেনা ও ভালা।
(সংসার থেকে পৃথক হইয়া হুদা ভাত খাইলে ও মনে তৃপ্তি পায়।)
(৩৪)
যদি থায় নসিবে
হোন্দে আঁডি আসিবে
(অদৃষ্টের উপর নির্ভর করা।)
(৩৫)
লেংটির নিছে কাড় নাই
চোইদারীর নীচে চাকুরী নাই।
(সর্বপেক্ষা নিন্দনীয় পরিধান এবং নিকৃষ্ট চাকরীকে বুঝানেরা হয়েছে।)
(৩৬)
নাইছতো না জাইনলে
উঠান বাঁকা।
(নিজের দোষ অন্যের উপর চাপানো।)
(৩৭)
হাত চূঁড়ি
এক বুড়ি।
(চুড়ি- বালিকা, বুড়ি- বৃদ্ধ)
একজন বৃদ্ধা অভিজ্ঞ নারির জ্ঞানের কাছে সাতটা অল্প বয়ষ্ক মেয়ে হারমানে।
(৩৮)
আজার টেয়ার না এক্কই কোবে চেলি।
( আজার-হাজার, না-নৌকা, টেয়ার- টাকার)
অনভিজ্ঞতা অনেক সময় ভয়াবহ বিপদের সূত্র পাত হয়। অবিবেচনা প্রসূত একটিমাত্র কথায় বা কাজে বিরাট সর্বনাশ হয়। তার সুদূর প্রসারী ফল অনেকের জীবনকে ধ্বংশ করে দেয়।
(৩৯)
খাইতো জাইনলে মরেনা
বইতো জাইনলে হড়েনা।
(ভোজনে অভিজ্ঞ ব্যক্তি পেটের অসুখে ভুগতে হয় না। তেমনি নিজের আসন নির্বাচনে অভিজ্ঞ ব্যক্তি ও বসতে জানলে পড়ে না।)
(৪০)
হেতে হুইসের হোন্দেদি কুরাইল চালায়।
( হুইস- সুই, হোন্দেদি- গোড়াদি, কুরাইল- কুড়াল)
যেখানে অন্যের কাছে কোন কাজ করা অতি কঠিন মনে হয়, সেখানে অভিজ্ঞ লোক অতি সহজে তা সমাধা করতে পারে। আসম্ভবকে সম্ভব করে তোলা।
(৪১)
তুই আঁডছ ঠাইলে ঠাইলে
আঁই আঁডি হাতায় হাতায়।
( আঁডছ- হাটা, টাইলে- ডাল, আঁই- আমি)
কারো অভিজ্ঞতার চেয়ে নিজের অভিজ্ঞতাকে অনেক বেশী বুঝাতে গিয়েই এমন কথা বলে।
(৪২)
তুই যেই হইরের মাছ
আঁই হেই হইরের উদ্ ।
( হইর- পুকুর, উদ্- মাছ খাওয়ার পানীয়জীব)
কারো সাথে একই রকম অভিজ্ঞতা বুঝাতে
(৪৩)
কথায় কথা আইয়ে
আ কথায় হাদ আইয়ে।
(প্রয়োজনীয় কথার মর্যাদা আছে এবং অপ্রয়োজনীয় কথায় পরিবেষ নষ্ট হয়।)
(৪৪)
খানার আগ
দরবারের শেষ।
( খানার- খাওয়া, আগ- প্রথমে)
খাওয়ার অনুষ্ঠানের প্রথম জমাতে তৃপ্তি মত খাওয়া এবং বিচারের শেষে রায় হবে এই সম্পর্কে অভিজ্ঞ জনেরা ওয়াকিফহাল।
(৪৫)
একেতো নাচের বুড়ি
আরো হাইছে ঢোলের বাড়ী।]
অতি উৎসাহী লোকেরা কারো সহযোগিতা পেলে দ্বি-গুণ উৎসাহী হয়ে উঠে।
চলবে ....
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



