আগের পর্বের পর থেকে
(৪৬)
সরকারে খায় মসজিদে আযান দেয়।
(যাদের রুজী রোজগারের চিন্তা নাই। নিজের ইচ্ছায় চলে । বেকার, অকর্মনা জীবন। অথবা নিজের খেয়ে বনের মোষ তাড়ানো।)
(৪৭)
ছৈয়ালের ভাঁঙ্গা ঘর
কবিরাজের নিত্য জ্বর।
(ছৈয়ালের এবং কবিরাজ সারা জীবন মানুষের উপকারে কাজ করে অথচ নিজের অবহেলায় নিজের ঘর এবং নিজের প্রতি খেয়াল রাখেনা।)
(৪৮)
যে হাতে খায় হেই হাতে আগে।
(হাতে-খাওয়ার প্লেট ,পায়খানা করা)
(৪৯)
যারলাই কইরলাম চুরি হেতে কয় চোর
যার গর কইরলাম চুরি হেতেও কয় চোর।
(উপকারীর উপকার স্বীকার না করে উলটা অপবাদ দেয়া।)
(৫০)
যার হরে তার খায়
তারই ভিডায় কোয়াল চরায়।
( হরে- যার ঘরে লালন পালন হয়, কোয়াল.........ঘুঘু পাখী)
যার খেয়ে পরে মানুষ হয়েছে তারই ভিটা উচ্ছেদ করার ষড়যন্ত্র করা, অকৃতজ্ঞ।
(৫১)
আজারিয়া খাইলে রাজার কুঠির ও ভর ধরে না।
(বিনা উপার্জনে কেবল খরচ করতে চাহিলেবড় ধরনের সঞ্চয়ও নিঃশেষ হয়ে যায়।)
(৫২)
মাগি খাইলে কুলায়না
করি খাইলে ফুরায়না।
( মাগি- খুঁজি/ ভিক্ষা)
উপার্জন করে খেলে সহজে অভাবে পড়েনা।
(৫৩)
ব্যয় ভোজন নিদ্রা ভয়
যত বাড়ায় ততাই অয়।
(বাজে খরচ, অপ্রয়োজনীয় ভোজন, নিদ্রা ওভয়কে প্রশ্রয় দিলে তা আরো বেড়ে যায়।)
(৫৪)
আইনতো হারেনা একখানা
ভাইংগতো হারে দশখানা।
(উপার্জনে অক্ষম ব্যক্তির ব্যয় বেশী।)
(৫৫)
আঁই ভালা তো আঁর দুইন্নাই ভালা।
( আঁই- আমি, দুইন্নাই-দুনিয়া)
নিজে ভাল হলে অন্য সকলকে ভাল মনে হয়।
(৫৬)
নিচেবর কোচ্চার কুঁড়া
হরা কোচ্চার চিড়া হমান
(হমান-সমান, কুঁড়া-তুষ, কোচ্চার- থলি,হরা- অপর জন)
নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা।
(৫৭)
হরের ভিডায় জরিপ আইলে মাপরে মাপ
নিজের ভিডায় জরিপ আইলে বাপরে বাপ।
(হরের- অপরের, ভিডায়-ভিটি)
পরের ক্ষতিতে আনন্দিত ও নিজের ক্ষতিতে দুঃখিত হওয়া|
(৫৯)
হরের হুত
কুত্তার মুত।
(হুত-ছেলে সন্তান, মুত- পস্রাব)
অপরের ছেলের প্রতি নির্ভর করা যায়নাযতটুকু আপন সন্তানের প্রতি করা যায়।
চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



