আগের পর্বের পর থেকে....
(৬০)
হরের গা’ত হাঁড়া দিলে
তুলার মত লাগে,
নিজের গায়ে হাঁড়া হইড়লে
কেঁত করি উডে।
(হাঁড়া- পায়ের চাপ দেওয়া, কেঁত- ব্যাথ্যা লাগা)
যে চাপ অন্যের উপর গিয়ে পড়ে তখন আরাম লাগে। অথচ সেই চাপটি নিজের গায়ের উপর পড়া মাত্রই যন্ত্রনা হয়।
(৬১)
কারো ঘর হোড়া যায়
কেয় আগুন হোয়ায়।
(হোড়া- আগুন লাগা)
পরের ঘোর বিপদের সময় ও কেউ কেউ আপন সুখ সন্ধানে ব্যস্ত থাকে
(৬২)
আমনা হায়না জায়গা
কুক্তা হালো বাগা।
(নিজের জায়গা নাই। অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে থাকে। অথচ কুকুর পালার ও শখ।)
(৬৩)
এক বুঝেনা হরে
আরেক বুঝেনা কাতি মাইয়া জ্বরে।
(কাতিমাইয়া- কার্তিক মাস)
বিপদের সময় অন্যের সাহায্য পাওয়া কঠিন। অপর কখনো নিজের মনোভাব বুঝতে পারেনা।
(৪৪)
মানুষ চিনে রাডে
গরু চিনে জেডে।
( চিনে- জানে, রাডে- দুর্ভিক্ষ, অভাব জেডে-জৈষ্ঠ মাস)
মানুষ যখন অভাবে পড়ে তখন আপন পর বুঝাযায়। তেমনি জৈষ্ঠ মাসে গরু ছাগল পর্যাপ্ত ঘাস খেতে পেয়েও যদি তাজা না হয়, তখন বুঝতে হবে তাকে অসুখে পেয়েছে।
(৬৫)
মা কয়না হুত
খালা কয় আঁর বইন হুত।
(অন্য আত্নীয় যতই আদর যত্ন দেখায়না কেন মায়ের মত নয়।)
(৬৬)
আগুনে মোম হানি
হেতেনের কাছে হেতি গেলে
ভুলি যায় বকনি।
( হানি- পানি, হেতি-তিনি(স্ত্রী), বকনী- গালি দেওয়া)
স্বামী স্ত্রীর অম্ল মধুর-সম্পর্ক ।
(৬৭)
আমে ভাতে মিলি গেছে
ভারাগা ভেটকাই রইছে।
(ভারা-আমের আঁটি, ভেটকাই-খোলা অবস্থায়)
আপনে আপনে মিল হয়। আর অপর অমিল হয়।
(৬৮)
ভাইয়ে ভাইয়ে বারা
বইনে বইনে জাল
এক বইনে ছোলায়
আরেক বইনের গাল।
( ভারা- ভায়রা, ছোলায়- ঝগড়া করে, গাল- মুখের চেহারা)
ভাই ভাই আত্নীয়তার বন্ধনে আবদ্ধ হলেও কোন ক্ষতি হলে বোনে বোনে মারাত্নক ঝগড়া হয়।
(৬৯)
কাঁটা গায়ে লবন ছিঠা।
(কারো বিপদের সময় আরো আঘাত করা)
(৭০)
হরের জমিতে নল হইরলে
নলে হর হর
নিজের জমিতে নল হইরলে
নল চাবি ধর।
(মানুষ পরের কাজে তেমন মন দেয়না কিন্তু নিজের বেলায় অতি সজাগ)
(৭১)
ঘর হোড়ার ভিত্তে
আলু হোড়া দেয়
(হোড়া- আগুন লাগা)
এক জনের মারাত্বক ক্ষতিতে অপরজন ফুর্তি করে।
(৭২)
কম্পানিকা মাল
দারিয়া মে ঢাল।
(পরের জিনিস পত্র ইচ্ছা পূর্বক অপব্যবহার করা।)
(৭৩)
নিজে খেতে আল গেলে ছ ছ
হরা খেতে আল গেলে রহ রহ।
( আল- নাঙ্গল, ছ ছ- চাষ করা, হরা- অপর, রহরহ- চাষের গতি কমানো।
যারা শুধু নিজের জন্য দেখে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে।
(৭৪)
হাজুর মধ্যে বালা
কুটুমের মধ্যে শালা
(আত্নীয়তার মধ্যে শ্যলকের কদর বেশী।)
চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



