ইতিবাচক ব্লগিং এর লক্ষ্যে পোস্ট রেটিং সুবিধা সামু কর্তৃপক্ষ পরিবর্তন করেছে। তাতে শুধুমাত্র 'পছন্দ' প্রকাশের একটি সুবিধা এবং লেখাটি কতবার পঠিত হয়েছে তা প্রথম পতায় দেখার একটি সুবিধা রাখা হয়েছে।
তো এখন মনের আনন্দে শান্তিমত প্রথম পাতায় ল্যাদাইতে পারব।
কঠিন মন্তব্য করলে মুছে তাকে ব্লক করা হবে
বিঃ দ্রঃ ইহা ফান পোস্ট (ফার্ন পোস্ট ও হতে পারে)। কেউ সিরিয়াসলি নিবেন না। তবে চাই +/- বাটন আবার যোগ করা হোক। সেই সাথে ছোট একটা প্রস্তাব ‘সাম্প্রতিক ব্লগ দেখেছেন’ এই টাইপের ‘সাম্প্রতিক প্লাস দিয়েছেন’ এবং ‘সাম্প্রতিক মাইনাস দিয়েছেন’ এধরনের অপসন রাখা হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


