বাংলাদেশ নিয়ে কখনো কোনো বড় দেশ প্রশংসা করেছে এমনটা মনে করা কঠিন।
যখনি বাংলাদেশ সামনে আগানোর রাস্তা দিয়ে চলে তখনি আমেরিকান আংকেলদের মাথা ব্যাথা শুরু হয়।
মার্কিন কংগ্রেসের রিপোর্টে বাংলাদেশকে ১২ নম্বর ঝুকিপুর্ন দেশ বলা হয়েছে।আমাদের এ দেশ কে অকার্যকর করার যে প্রচারনা আরম্ভ হয়েছিল তার যেন বাস্তব নকশা এ রিপোর্ট।আমাদের এ দেশ নিয়ে উন্নত দেশ গুলোর লোলুপ চাহনি আমারা বরাবর দেখে আসছি।
যে ৪ টি বিষয়ের উপর এ রিপোর্ট তা হল ১।শান্তি ও নিরাপত্তা২।নিজ ভু খন্ডে নিয়ন্ত্রন৩।কার্যকর সুশাসন।৪অরক্ষিত সীমান্ত ও কার্যকর অর্থনিতী।
আমাদের এ দেশের শান্তি নিরাপত্তা বিশ্বের অনেক দেশের থেকে অনেক ভাল।একমাত্র এ দেশেই দুর্নিতির জন্য গন গ্রেফতার চালানো হয়।
এদেশের বীর সেনানীরা নিজ সীমান্ত রক্ষার জন্য জীবন দেয়।সুশানের পদ্বতি এখনো এ দেশ শিখাতে পারে।
তবে কেন মার্কিন দাদাদের আমাদের নিয়ে এত মাথা ব্যথা।দেশে যখন নতুন ফখরুদ্দীন সরকার ক্ষমতায় আসল তারা বলল বেশ বেশ,আমাদের আস্হা আছে,।এখন যখন তাদের পরিকল্পনার ফাক দিয়ে দশ গনতন্ত্রর দিকে ফিরে যাচ্ছে তখন তারা বলে উঠল এ দেশ ঝুকিপুর্ন।
আসলে সত্যিই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আমেরিকার কাছে ঝুকিপুর্ন।
আরেকটি লক্ষনীয় বিষয় হল প্রথম দিকের সব কটি দেশ মুসলিম।অন্যান্য দেশে যখন মনুষ ক্ষুধার জন্য অস্হির,ইসরায়েল যখন নির্বিচারে মানুষ মারছে তখন তাদের নজর কেবল আমাদের দিকে কেন???
প্রথম আলোর রিপোর্টে>>
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, নব্য সামચাজઘবােদর অন্যতম প্রধান অস্ত্র হল একটি জাতির মধ্যে হীনমন্যতা সৃষ্টি করা৷
আসলেই তাই ।সকলে তাই আসুন একমত হই আর কোনো বিদেশি শাসকের মন্তব্যকে বড় করে ছাপিয়ে নিজেদের ছোট করবনা/এ দশের সম্মান রক্ষা করার জন্য আমার ১৪ কোটি দেশপ্রেমিক জনতাই যথেষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




