দিন যত যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ততই এগিয়ে আসছে।ইতি মধ্যে দেশের আনাচে-কানাচে নির্বাচনী হাওয়া বইতে শুরু করে দিয়েছে।নির্বাচন নিয়ে একেক জনের একেক রকমের মতামত।চায়ের দোকান গুলোতে নির্বাচনী হাওয়া সব সময় একটু বেশি বয়ে যায়।নির্বাচনী হাওয়া যখন সব যায়গাতে বইছে তখন আমাদের প্রিয় সামু বাদ যাবে কেন।সামুতেও এখন বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।নির্বাচন যত এগিয়ে আসবে এই হাওয়া ততই বাড়বে।
ইতি মধ্যে সামুতে নির্বাচন নিয়ে অনেক লেখালেখি শুরু হয়ে গেছে।একেক জন বিজ্ঞ ব্লাগার তাদের সুচিন্ত মতামত আমাদের সাথে শেয়ার করছেন।
দেশের আর সবার মত সামু ব্লগারদের মনেও একটাই প্রশ্ন এবার জাতীয় নির্বাচন সুষ্ঠ ভাবে হবে তো ?
এ সম্পর্কে সিনিয়র ব্লগার মি চান্দের তারার কাছে জানতে চাইলে তিনি বলেন,তার আগে বলেন গত নির্বাচন কি সুষ্ঠ হয় নাই?যদি কোন দল নির্বাচনে অংশ গ্রহন না করে তাহলে কি তার দায় ভার সরকারের?আরে আপনার কাছে জানতে চাইলাম এবার নির্বাচন সুষ্ঠ ভাবে হবে কিনা আর আপনিই উল্টা প্রশ্ন করে যাচ্ছেন!
মি চান্দের তারা- নির্বাচন সুষ্ট হবে মানে ১০০% নির্বাচন সুষ্ঠ হবে।এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠ না হলে আর কোন সরকারের আমলেই নির্বাচন সুষ্ঠ হবে না।
ব্লগার আখের গুড় বলেন,একটা নিরেপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কি ভাবে সুষ্ঠ হয় একটু ঠান্ডা মাথায় ভাবুন তো।একজন পাগলও দিব্যি বলতে পারবে চলমান সরকারের অধীনে নির্বাচন কখনই সুষ্ঠ হতে পারে না।জনগন একদিন নিশ্চয় জেগে উঠবে তখন সরকার পালাবার পথ খুঁজে পাবে না।
ব্লাগার আগডুম বাগডুম বলেন,নির্বাচন নিয়ে কি আর বলব ভাই,আমি আম পাবলিক আমার কথা কি কেউ শুনবে।তবে একটা কথা যে, যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে।
ব্লগার মুড়ির টিন বলেন,সরকারে উচিত তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া।সরকারের অধীনে নির্বাচন হলে সেটা প্রশ্নবিদ্ধ হবেই।
ব্লগার উনিশ-বিষ বলেন,সরকারের অধীনে নির্বাচন হলে আমি কোন সমস্যা দেখি না।সরকারের চাইতে যদি বিরোধী দল জনপ্রিয় হয় তাহলে তাদের জয় কি সরকার ঠেকিয়ে রাখতে পারবে।জনপ্রিয়তা যার জয় তার।
ব্লগার টুকটুকি বলেন, বর্তমান সরকার নারী অধিকার সম্পর্কে অধিক সচেতন তাই এই সরকারের জনপ্রিয়তা বেশি।এই জনপ্রিয়তায় কিছুতেই ধ্বস নামবে না।বিরোধী দল শুধুই ফালাফালি না করে নিার্বচনে অংশ নিক।দেখা যাবে কে জিতে।
ব্লগার আমপাবলিক বলেন, নির্বাচন নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই।এদেশের কোন রাজনৈতিক দল কি কখনও জনগনের কথা ভাবে?ভাবলে দুটো দল মিলে কাদা ছোড়াছুটি না করে মন প্রান দিয়ে জনগনের জন্য কাজ করে যেত।
ব্লগার নাদান বলেন, আমি এরশাদ কাক্কুকে অন্নেক লাইক করি।তিনি যদি এদেশের প্রধান মন্ত্রী হন তাহলে দেশটা তরতর করে এগিয়ে যাবে।এরশাদ কাক্কুর কোন বিকল্প নাই।সবাই মিলে এরশাদ কাক্কুকে ভোট দিন।
ব্লগার আজব দুনিয়া বলেন, যারা আগুন সন্ত্রাসী করে।প্রট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে কাবাব বানায় তাদেরকে এদেশে নির্বচন করতে না দেওয়াই উচিত।একটু ঠান্ডা মাথায় ভাবলে তাদেরকে কেউ ভোট দিবে না।
ব্লগার ময়লা পোতা বলেন, এদেশের জনগন আমলীগ-বিএপি থেকে বের হতে পারল না।ভাবছি হাসিনা- খালেদা না থাকলে এরা কারে ভোট দিবে?
রিপোর্টার সামুর বিশেষ প্রতিনিধি পাপী বান্দা।