দেশ সোনা দিয়ে মুড়ে যাচ্ছে, শুনতে ভালই লাগে। কিন্তু যারা সরকারে আছে, ছিলেন অথবা থাকবেন তাদের চিকিৎসা এই দেশে হয় না বা দেশ স্বাধীনের ৪৫ বছরের মধ্যেও তারা সাধারন জনগনের জন্য দূরে থাক নিজেদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এই দেশে করতে পারলেন না। এর চেয়ে জঘন্য ব্যর্থতা আমার মতে আর কিছুই হতে পারে না।
সরকারী মন্ত্রী্রা যদি সরাকারী খরচে উন্নত চিকিতসার জন্য বিদেশ যান, তার মানে এদেশের একজন ট্যাক্স পরিশোধকারীর টাকায় উনি বিদেশ যাচ্ছেন। আর যিনি ট্যাক্স দিচ্ছেন তিনি ট্যাক্স দিয়ে এই দেশে কি সুবিধা পাচ্ছেন? ব্যাপারটা চিন্তনীয়।
একজন ট্যাক্স পরিশোধকারী সুবিধা একটা পান শুনেছি , “ সেটা হল, উনি যদি কোন কারনে জেলে যান, তবে ট্যাক্স এর কাগজ-পত্র প্রমান সাপেক্ষে উনি জেলে ডিভিশন পাবেন”। হাঃ সেলুকাস বিচিত্র এই দেশ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




