আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে?? ৭ দিন পর্যবেক্ষনের কথা বলা হল , ২১ দিন পার হয়ে গেছে।সবাই হয়তো লেখক নয়, লিখতে ভালো না ও লাগতে পারে। কিন্তু অন্য কারো সুন্দর লেখনি তে মন্তব্য করার ইচ্ছা পুরনের জন্য জোর করে লেখক হতে হবে? তাতে কি কপি পেস্ট আর মানহীন লেখায় ব্লগ সয়লাব হওয়ার প্রক্রিয়াকেই ত্বরান্বিত করা হচ্ছে না ???
ব্লগিং করতে এসে কথা বলা এমনকি কারো লেখায় প্লাস /মাইনাস ও দিতে পারছি না।তবুও প্রথম লেখা হিসেবে কিছু বলার ইচ্ছা রাখি।
আমার ব্লগে সবাইকে স্বাগতম। আমার লেখার যে কোন বানানজনিত ভুল, ব্যাকরণ এর ত্রুটি,তথ্যগত অসম্পুর্ণতা সুস্পষ্টভাবে ধরিয়ে দেয়ার আহবান জানাই।কৃতজ্ঞতা থাকবে তাদের প্রতি।
গালাগালি অথবা আপত্তিকর শব্দ ব্যবহার আমি ঘৃণা করি।
জ্ঞানচর্চা ও তৃতীয় চক্ষুর জ্যোতি বৃদ্ধি করতে ব্লগিং এ আসা।
আশা করি মডারেটর আমাকে মন্তব্য দেয়া এবং লেখা প্রকাশে সুযোগ দেবেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




