২।যাগোর মাথার ভিত্তে জিলাপির প্যাচ বেশী এইটা হেগোর চেয়ার।আমার দেইখা মনে হয় এই চেয়ারের আশে পাশে বহুত কিছু ঝুলায়া রাখন যাইবো।
৩।যারা মেহমান বাসায় বেশীক্ষণ থাকন এক্কেরেই পছন্দ করেন না তারা ড্রইং রুমে এই ধরণের চেয়ার কয়েক খান রাখতে পারেন।বেচারা বইতেও পারবো না।
৪।এই দুইটা চেয়ার যারা একটু বেশী টেকা পয়সার মালিক তারা কিনতে পারেন।গরীবের লাইগা না।
৫।এই চেয়ার খান যারা আওয়ামীলীগ করেন হেগোর লাইগা গুগলে ডিজাইন করছে।
৬।এই চেয়ার কিনলে বোনাস হিসাবে টেবিলটাও পাইবেন।তবে বেশীক্ষণ বইলে টের পাইবেন পিছনে কেমন জানি ব্যাথা করতাছে।ঠেস দেওনের ও ব্যবস্থা নাই।
৭।এইটা বড়লোকের চেয়ার।
৮।হাতির শুড়ের লেহান দেখতে দুইটা হাতল বিশিষ্ট এই আজিব চেয়ার খান যে কাগোর লাইগা সেটা বুইজ়া পাইতাছিনা।
৯।এই চেয়ারখান আমাগো কোন জমিদার বাপু ইউজ করতে পারেন।তবে এইটারে বসাইতে পাশে আরেক খান দেয়াল থাকন লাগব।
১০।এই চেয়ারের নিচ দিয়ে এত মসৃণ বাশের ব্যবস্থা কেন জানেন!!!মনে হয় বুঝাইতে চাইতাছে বাশের কারণে এই চেয়ার বানাইতে অনেক কাঠের দরকার।তাই এক খানেরই অনেক দাম।মানে কিনলে বাশ খাইবেন নিশ্চিত।
১১।হে হে হে। এতক্ষনে আমার মন মতন চেয়ার পাইছি।এইটা হইলো আমার সপ্নের চেয়ার।এইটা আপনাগো লাইগা না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




