ইসরাইল যেমন ফিলিস্তিনীদের বেসামরিক স্থাপনায় বোমা ফেলে, বেসামরিক মানুষজন হত্যা করে আত্মরক্ষা করে তেমনি সেদিন গ্যালারীর ভারতীয় দর্শকরাও বাংলাদেশের গুটি কয়েক দর্শকদের কাছ থেকে ম্যাসকট কেড়ে নিয়ে, তা ছিড়ে খুড়ে আত্মরক্ষা করল। ওটা না করলে তো ভারতীয় দর্শকেরা এতক্ষনে ঐ ভয়ানক হিংস্র ম্যাসকটের পেটে থাকত। (উগ্র ভারতীয় দর্শক)।
ওদের আচার আচরণ প্রমাণ করে দেয় যে আন্তর্জাতিক একটি খেলা পরিচালনা করার যোগ্যতা ওদের কতটুকু আছে। খেলার মাঠে ওদের দল বীরত্ব দেখিয়েছে সেটা ঠিক আছে, সেটা স্বাভাবিক কিন্তু গ্যালারিতে ভারতীয় দর্শকরা অন্য দলের সমর্থকদের ম্যাসকট ছিন্নভিন্ন করে যে বীরত্ব দেখিয়েছে তাতে মনে হয় ওদের শিক্ষা এখন অব্দি শেষ হয়নি। এদের শেখার এখনো অনেক বাকি। ইডেন গার্ডেনের খেলা তো অনেক দিন বন্ধ হয়ে থেকে ছিল এরকম চরিত্রের দর্শকদেরই কারণে। কালের পরিক্রমায় চরিত্র পরিবর্তন হয়েছে কি? হয়নি। বরং আরো উগ্র থেকে উগ্রতর হয়েছে। জাতীয় প্রতীক রূপী ম্যাসকটধারী বাংলাদেশের ঐ সমর্থকে যে ওরা ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলেনি, এটাই ঐ সমথর্কের সাত পুরুষের ভাগ্য। আলহামদুলিল্লাহ, তকদিরে ওনার আয়ু আছে বলে এ যাত্রা উনি বেঁচে গেলেন নইলে যে কোন অজুহাতে রাস্তাঘাটে পিটিয়ে মুসলমান মেরে ফেলা, এ তো ভারত নামক বৃহত্তম গণতান্ত্রিক দেশের উগ্র হিন্দুত্ববাদীদের সকাল বিকাল নাস্তা।
আসলে ভারতীয় গোড়া হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের সেখানকার সমাজে প্রতিদিন আত্মরক্ষা করে চলতে হয়। আত্মরক্ষা করার জন্য তাদের,
/কন্যা ভ্রূন হত্যা করতে হয়।
/নারীদের যত্রতত্র, হাঠে, ঘাটে মাঠে, পাবলিক ট্রান্সপোর্টে ধর্ষন করতে হয়।
/মুসলমানদের জয়শ্রীরাম বলতে বাধ্য করতে হয়, গরু লালন পালন কারী মুসলমানদের মনগড়া অপবাদ দিয়ে হেনস্তা করতে হয়, আর গরুর মাংশ ভক্ষনের অপবাদ দিয়ে সোজা পরপারে পাঠিয়ে দিতে হয়।
/দলিত সম্প্রদায় যাতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে উচ্চবর্নের হিন্দুদের পবিত্র পরিবেশ নষ্ট করতে না পাড়ে, তা নিশ্চিত করতে হয়।
/পাঞ্জাবের শিখ কৃষকদের বঞ্চিত করার জন্য বিতর্কিত Farm Laws Repeal Bill, 2021 লোকসভায় তুলতে হয়।
/ভিন্ন মতাবলম্বী সাংবাদিকদের অফিসে পুলিশ রেইড দিতে হয়।
ভারতীয়দের সর্বনাশের জন্য বহিঃশত্রুর (যেমনঃ পাকিস্তান, চীন........) দরকার নেই, ওরা নিজেরা্ই যথেষ্ঠ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮