[আন্ডার]উৎসর্গঃ গান, কবিতা, সামহোয়ারইনব্লগ আর নিঃসঙ্গতা[/আন্ডার]
বহুদিন পর মায়ের কোলে রেখে মাথা
নিঃমিষেই গেলাম ভুলে সব দুঃখ-ব্যথা
তাই বলে রইবো তোকে ছেড়ে বহুদূরে
আসবো আবার যখন-তখনই ফিরে।
মা-বাবা দেশে ফেরার পর থেকেই তাঁদের ছাড়া আমি কিছু বুঝি না। প্রায় দু'বছর পর। বিমানবন্দরে দূর থেকে মা-বাবাকে দেখে বুকের ভিতরটা কেমন করে উঠেছিলো। মন বলে উঠেছিলো, এতোদিন কেমন করে ছিলে এঁদের ছাড়া? আমি বলি, আমি বড্ড কাঠখোট্টা মানুষ। হৃদয়ে আবেগের অবস্থান প্রগাঢ় নয়- প্রচ্ছন্ন।
যাহোক, এখন এসব কথা আর ভাবতে ভালো লাগে না। বেশ কিছুদিন পর পোস্ট দিলাম। কম্পিউটারের সামনেইে বসা হয় না। এমনকি গানও শোনা হয় না তেমন একটা! আর এতোদিন কেমন ছিলাম? কিভাবে ছিলাম? গান, কবিতা, ব্লগ আর নিঃসঙ্গতা- আমার সমস্ত সময় জুড়ে ছিলো। আর মাঝে মাঝে বুকের ভেতরে কেঁদে উঠতো কে যেন?
আনন্দে আছি তাই বলে, মনে করিস না সাথীদের ভুলে যাবো। কবিতার ভাষায়-ই বলি-
[রং=#330099]তোদের আমি ভুলিনি
যাইনি এতোটুকু দূরে
আবারো আমি গাইবো
সেই গান সেই সুরে...[/রং]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


