পাথর।
কিভাবে এমন হলে তুমি, তোমার স্তব্ধতা
নীরবতার উত্তর বোঝার সাধ্য
আমার নেই।
তোমার শীতল হৃদয় ছুঁয়ে দেখেছি
ভালোবাসা, প্রেম, স্নেহ ও মমতা নেই
ককককককককককককতুমি একা
ককককককককককককএকান্তই একা
পাথর
তোমাকে ছুঁয়ে দেখতে দেখতে একি
অসম্ভব কান্ড! না এ অবিশ্বাস্য।
এ যে আমিই পাথর
হয়ে গেলাম...
অভিজিৎ ঘোষের আবিষ্কার নামক এই কবিতায় আমি আবার -আমার আমি- কে খুঁজে পেয়েছি। আবারো স্তব্ধতা। আবারো আপন ভুবনে হারিয়ে যাওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



