হিংস্রতা জেগে উঠছে মনে
ভাবনা তাই তোমাদের সনে-
কোনো একদিন না বলে বনে যাবো
ঝাঁপিয়ে পড়ে মৌনতার রক্ত খাবো।
যদি কোনো হারামী ওঠে ক্ষেপে
ধরবো শালার টুঁটিখানি চেপে;
যদি করে কেউ নিন্দা জ্ঞাপন
তড়িৎ দেবো জবাব দিয়ে চরণ।
দেখে আমার এমন ধারা
জীবন তোদের হবে সারা।
শুনো যদি মোর বিজয় ধ্বনি
গেয়ে উঠো সেই প্রাণের বাণী
যদি না আসি আর ফিরে
বুঝে নিও হারিয়েছি চিরতরে
------------------------------
20ডিসেম্বর 2006
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



